কলকাতা ও রাজারহাট-নিউটাউন জুড়ে চলবে শীতাতপ নিয়ন্ত্রিত বৈদ্যুতিন বাস। বুধবার কসবায় আনুষ্ঠানিক ভাবে ওই পরিষেবার উদ্বোধন করেন কলকাতার মেয়র তথা রাজ্যের পরিবহণমন্ত্রী ফিরহাদ হাকিম। আপাতত এমন ১০টি বাস চালু করা হয়েছে বলে পরিবহণ দফতর সূত্রে খবর।
পেট্রল, ডিজেলের মতো চিরাচরিত জ্বালানির অত্যধিক মূল্যবৃদ্ধির জেরে বিকল্প পরিবহণ ব্যবস্থা চালুর চিন্তাভাবনা করছে রাজ্য সরকার। তারই অঙ্গ হিসাবে চলতি বছরের গো়ড়ায় সিএনজি বাস পরিষেবা চালু করা হয়েছে। এ বার পথে নামল বৈদ্যুতিন বাসও।