প্রবীণ নাগরিকদের বাড়ি বা়ড়ি গিয়ে কোভিডের বুস্টার টিকা দেবে কলকাতা পুরসভা। শনিবার এ কথা জানিয়েছেন মেয়র ফিরহাদ হাকিম। পশ্চিমবঙ্গ সহ কলকাতায় বাড়ছে কোভিড সংক্রমণ। তার মোকাবিলায় কলকাতা পুরসভা কী পদক্ষেপ করছে? এমন প্রশ্নের জবাবে মেয়র বলেন, ‘‘আমি কলকাতাবাসীকে অনুরোধ করব, যাতে সকলে কোভিডবিধি মেনে চলেন। আর যেন সকলেই বুস্টার টিকা নেন। যদিও, এখন মিউটেড হতে হতে করোনা আর প্রাণঘাতী নয়। কিন্তু আমাদের সচেতন থাকতেই হবে।’’ এর পরেই তিনি বলেন, ‘‘১৮ বছরের নীচে ও ৬০ বছরের ঊর্ধ্বে আমরা বিনামূল্যে বুস্টার টিকা দিচ্ছি। এ ছাড়াও যাঁরা করোনা-যোদ্ধা, তাঁদেরও আমরা বিনামূল্যেই এই টিকা দিচ্ছি। এ বার কলকাতা পুরসভা ঠিক করেছে, প্রবীণ মানুষদের আমরা বাড়ি বাড়ি গিয়ে বুস্টার টিকা দেব। যাঁরা প্রথম দুটি ডোজ নিয়েছেন, কিন্তু বুস্টার টিকা নেননি, তাঁদের বাড়ি বাড়ি গিয়ে সেই টিকা আমাদের দিতে হবে।’’