Advertisement
১৯ এপ্রিল ২০২৪

দুর্গতদের ফেরাতে ট্রেন, বাস

সোমবার রাতে কেরলের তিরুঅনন্তপুরম থেকে হাওড়ায় এসে পৌঁছয় প্রথম ট্রেনটি।

—ফাইল চিত্র।

—ফাইল চিত্র।

ফিরোজ ইসলাম
কলকাতা শেষ আপডেট: ২১ অগস্ট ২০১৮ ০২:৪৮
Share: Save:

কেরলে আটকে পড়া রাজ্যের বাসিন্দাদের ফিরিয়ে আনতে বিশেষ ট্রেন এবং বাস চালাচ্ছে দক্ষিণ-পূর্ব রেল এবং রাজ্যের পরিবহণ দফতর।

সোমবার রাতে কেরলের তিরুঅনন্তপুরম থেকে হাওড়ায় এসে পৌঁছয় প্রথম ট্রেনটি। ওই ট্রেনের যাত্রীদের জন্য বাসের ব্যবস্থা করেছিল পরিবহণ দফতর। উত্তরবঙ্গের যাত্রীদের ৫ টি বাসে পর্যায়ক্রমে শিয়ালদহ স্টেশনে পৌঁছে দেওয়া হয়। অন্য ১০ টি বাস যাত্রীদের নিয়ে নদিয়া এবং মুর্শিদাবাদ রওনা হয়।

এ দিন নবান্ন থেকে বেরিয়ে যাওয়ার সময় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন,“কেরল থেকে ৩ টি ট্রেন আসছে। যাঁরা আসছেন তাদের বাসে করে বাড়ি পৌঁছে দেওয়া হবে। এ জন্য মন্ত্রী ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস এবং রাজীব বন্দ্যোপাধ্যায়কে বিশেষ দায়িত্ব দেওয়া হয়েছে।”

রবিবার সন্ধ্যা ৬টা এবং রাত ৯টা নাগাদ যে দু’টি ট্রেন এর্নাকুলাম থেকে রওনা হয়েছে তাদের আজ, মঙ্গলবার দুপুর এবং সন্ধ্যায় সাঁতরাগাছি এসে পৌঁছনোর কথা। ওই ট্রেনে হাজারের বেশি মানুষের কেরল থেকে ফেরার কথা। তাঁদের জন্য ২৫ টি বাসের থাকছে বলে পরিবহণ দফতর সূত্রে খবর। এর মধ্যে ৫টি বাস সাঁতরাগাছি এবং শিয়ালদহের মধ্যে যাতায়াত করবে। যাত্রীদের সুবিধের জন্য হাওড়া এবং সাঁতরাগাছিতে বিশেষ ক্যাম্প খুলছে রাজ্য পরিবহণ নিগম। প্রয়োজনে বাসের সংখ্যা বাড়ানো হতে পারে বলে জানিয়েছেন পরিবহণ দফতরের আধিকারিকরা।

আটকে পড়া মানুষদের আত্মীয়-স্বজন যাতে সাহায্যের জন্য এ রাজ্য থেকে কেরলে পৌঁছতে পারেন সে জন্য ৩টি বিশেষ ট্রেন চালানো হচ্ছে।

দক্ষিণ-পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক সঞ্জয় ঘোষ জানান, আজ, মঙ্গলবার রাত ১১টা ৫ মিনিটে একটি ট্রেন শালিমার থেকে তিরুঅনন্তপুরমের উদ্দেশ্যে রওনা হবে। অন্য দু’টি ট্রেন আগামিকাল বুধবার বিকেল ৫টা ১৫ মিনিট এবং সন্ধ্যে ৭ টা নাগাদ সাঁতরাগাছি থেকে এর্ণাকুলাম রওনা হবে।

রেলের তরফে কেরলে বন্যদুর্গতদের সাহায্য করতে আরও কিছু উদ্যোগ হচ্ছে। দক্ষিণ-পূর্ব রেলের কর্মীরা তাঁদের এক দিনের বেতন ত্রাণ তহবিলে দান করবেন । পাশাপাশি বন্যা দুর্গতদের জন্য কম্বল এবং চাদরের ব্যবস্থাও করছেন তাঁরা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Kerala flood Kerala কেরল
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE