দক্ষিণবঙ্গে বর্ষা আসন্ন। আর দুই থেকে তিন দিনের মধ্যেই বর্ষা প্রবেশ করবে দক্ষিণের জেলাগুলিতে। তার মাঝেই কলকাতা-সহ জেলায় জেলায় মুষলধারে বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর। দু’দিন ভারী বৃষ্টি হতে পারে শহরে। এ ছাড়া দক্ষিণবঙ্গের দুই জেলায় অতি ভারী বর্ষণের পূর্বাভাসও রয়েছে। উত্তরবঙ্গেও চলতি সপ্তাহে বেশ কিছু জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা।
হাওয়া অফিস জানিয়েছে, সারা সপ্তাহ ধরেই কলকাতা-সহ সমগ্র দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত ভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে। সোমবার কলকাতায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। সঙ্গে থাকতে পারে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া। মঙ্গলবার থেকে শহরে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মঙ্গলবার এবং বুধবার ঝোড়ো হাওয়ার সঙ্গে ৭ থেকে ১১ সেন্টিমিটার বৃষ্টি হবে কলকাতা এবং শহরতলিতে। একই পূর্বাভাস রয়েছে হাওড়া, হুগলি, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান এবং নদিয়ায়। এ ছাড়া, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুরে সোমবারও ভারী বৃষ্টি হবে। বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদে দুর্যোগের সম্ভাবনা বৃহস্পতিবার পর্যন্ত। দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে মঙ্গলবার অতি ভারী বৃষ্টি (৭ থেকে ২০ সেন্টিমিটার) হতে পারে।
আরও পড়ুন:
-
খিদিরপুরে বিধ্বংসী আগুন, রাত থেকে জ্বলছে বাজার, ১৩০০ দোকান পুড়ে ছাই হওয়ার শঙ্কা! ঘটনাস্থলে দমকলের ২০ ইঞ্জিন
-
অভিশপ্ত বিমানের ককপিটে কী কথা হয় শেষ মুহূর্তে? চার দিন পর অবশেষে উদ্ধার ‘ভয়েস রেকর্ডার’ সেই দ্বিতীয় ব্ল্যাক বক্স
-
প্রত্যাঘাত সম্পূর্ণ না-হওয়া পর্যন্ত থামব না, ইরান জানিয়ে দিল দুই মধ্যস্থতাকারী দেশকে! সংঘাত বাড়ছে পশ্চিম এশিয়ায়
উত্তরবঙ্গে সময়ের আগেই বর্ষা প্রবেশ করেছে। বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে আপাতত প্রতি দিনই। তবে সোমবার এবং মঙ্গলবার জলপাইগুড়িতে, বুধবার দার্জিলিঙে, মঙ্গলবার এবং বৃহস্পতিবার আলিপুরদুয়ারে, বুধ ও বৃহস্পতিবার উত্তর দিনাজপুরে, মঙ্গলবার এবং বুধবার দক্ষিণ দিনাজপুরে এবং মঙ্গলবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত মালদহে ভারী বৃষ্টি হতে পারে।
হাওয়া অফিস জানিয়েছে, মঙ্গলবার এবং বুধবার পশ্চিমবঙ্গ, ওড়িশা উপকূলে ঝোড়ো হাওয়া (ঘণ্টায় ৩৫ থেকে ৪৫ কিলোমিটার) বইবে। সমুদ্র উত্তাল হতে পারে। এই দু’দিন সমুদ্রে মৎস্যজীবীদের যেতে নিষেধ করা হয়েছে। ঝড়বৃষ্টির কারণে তাপমাত্রা বেশ খানিকটা কমবে। আগামী তিন দিনে তিন থেকে চার ডিগ্রি তাপমাত্রা কমতে পারে দক্ষিণের জেলাগুলিতে। সোমবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭.৭ ডিগ্রি সেলসিয়াস, যা প্রায় স্বাভাবিক। রবিবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ৩১.৯ ডিগ্রি সেলসিয়াসের বেশি ওঠেনি। তা স্বাভাবিকের চেয়ে ১.৯ ডিগ্রি কম।