কারখানায় কেব্ল লাইন পাতার সময়ে বিস্ফোরণ। তাতে ঝলসে গেল চার জন শ্রমিকের দেহ। এর মধ্যে দু’জনের অবস্থা আশঙ্কাজনক। বুধবার হুগলির রিষড়ায় একটি বস্ত্র কারখানায় এই দুর্ঘটনাটি ঘটে। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।
স্থানীয় সূত্রে খবর, জয়শ্রী টেক্সটাইল কারখানার ভিতরের দিকে মাটির তলায় কেব্ল পাতার কাজ চলছিল। শ্রমিকেরা যখন কাজ করছিলেন তখন হঠাৎ করে বিস্ফোরণের ঘটনাটি ঘটে। সেই আগুনে ঝলসে যান চার জন শ্রমিক। তাঁদের উদ্ধার করে শ্রীরামপুর ওয়ালশ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে তাঁদেরকে নিয়ে আসা হয় কলকাতার একটি বেসরকারি হাসপাতালে। হাসপাতাল সূত্রে খবর, জখমদের মধ্যে দু’জনের অবস্থা আশঙ্কাজনক।
আরও পড়ুন:
তবে কী কারণে বিস্ফোরণের ঘটনা ঘটল তা এখনও জানা যায়নি। প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে, কোনও ভাবে শর্ট সার্কিট থেকে আগুন লেগে যাওয়ার ঘটনা ঘটেছিল। তা থেকেই বিপত্তি।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)