পাঁচ ভাড়াটিয়া পরিবারকে উচ্ছেদ করতে বাড়ি গুঁড়িয়ে দেওয়া হল বুলডোজার দিয়ে। চলল গুলি। এমনই অভিযোগ বাড়ির মালিক শইকুল্লা দর্জির বিরুদ্ধে। এর পরই রাগের বশবর্তী হয়ে এই বুলডোজারটি পুড়িয়ে দেন ক্ষুব্ধ এলাকাবাসী। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়িয়েছে। এই চাঞ্চল্যকর ঘটনাটি হাওড়ার জগাছা থানা এলাকার উনসানি ষষ্ঠীতলা এলাকায় ঘটে। স্থানীয় তৃণমূল নেতা তথা সম্পর্কে শইকুল্লার দাদা তৈবুর রহমান দর্জির মদতেই তাঁদের উচ্ছেদ করা হয়েছে বলেও ভাড়াটিয়াদের অভিযোগ। যদিও তৈবুর এই অভিযোগ অস্বীকার করেছে। খবর পেয়ে পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছয় বিশাল পুলিশ বাহিনী। তবে এই ঘটনার পর থেকেই ফেরার শইকুল্লা।
উচ্ছেদ হওয়া ভাড়াটিয়ারা জানিয়েছেন, তাঁদের কাছে থাকা-খাওয়ার আর কোনও বন্দোবস্ত নেই। এমনকি শীতের পোশাকও নেই তাঁদের কাছে। তাই বাড়ি ফিরে পাওয়ার দাবিতে ইতিমধ্যেই ধর্নায় বসেছেন ভাড়াটিয়ারা। প্রশাসনের কাছে তাঁদের দাবি, অবিলম্বে তাঁদের থাকার বন্দোবস্ত করতে হবে। অভিযুক্তদের অবিলম্বে গ্রেফতার করতে হবে বলেও তাঁরা দাবি জানিয়েছেন।