Advertisement
০১ মে ২০২৪
Rishra Violence

অশান্তির জের, রিষড়া থানাকে নিয়ে নতুন সার্কল গড়ল চন্দননগর পুলিশ, দায়িত্ব প্রাক্তন ওসিকেই

গত রবিবার অশান্তি ছড়িয়েছিল রিষড়ার কয়েকটি এলাকায়। পর দিন অর্থাৎ সোমবার রিষড়া ৪ নম্বর রেলগেট এলাকায় আবার অশান্তির ঘটনা ঘটে। পরিস্থিতি সামাল দিতে গিয়ে আক্রান্ত হন পুলিশকর্মীরাও।

Chandannagar Commissionerate has created a news circle with Rishra after the violence

রিষড়া সার্কলের দায়িত্বে প্রবীর দত্ত। — নিজস্ব চিত্র।

নিজস্ব সংবাদদাতা
রিষড়া শেষ আপডেট: ০৮ এপ্রিল ২০২৩ ১৮:১৭
Share: Save:

রিষড়ায় অশান্তির জের। রিষড়া থানাকে নিয়ে নতুন সার্কল তৈরি করল চন্দননগর পুলিশ। সেই সার্কলের দায়িত্ব দেওয়া হয়েছে প্রবীর দত্ত নামে এক আধিকারিককে। প্রবীর রিষড়া থানার প্রাক্তন ওসি। প্রবীর ছিলেন চন্দননগর পুলিশের গোয়েন্দা বিভাগে। রিষড়া থানার ওসি থাকার সুবাদে তাঁর অভিজ্ঞতা এলাকার আইনশৃঙ্খলা রক্ষায় কাজে লাগবে মনে করছেন চন্দননগর পুলিশ কমিশনারেটের কর্তারা।

গত রবিবার অশান্তি ছড়িয়েছিল রিষড়ার কয়েকটি এলাকায়। পর দিন অর্থাৎ সোমবার রিষড়া ৪ নম্বর রেলগেট এলাকায় আবার অশান্তির ঘটনা ঘটে। পরিস্থিতি সামাল দিতে গিয়ে আক্রান্ত হন পুলিশকর্মীরাও। আহত হন রিষড়া থানার ওসি পিয়ালি বিশ্বাস, শ্রীরামপুর থানার আইসি দিব্যেন্দু দাস-সহ বেশ কয়েক জন পুলিশকর্মী। এখনও এলাকায় জারি রয়েছে ১৪৪ ধারা। ঘটনার পর কেটে গিয়েছে এক সপ্তাহ। ধীরে ধীরে স্বাভাবিকের পথের রিষড়া। শান্তিশৃঙ্খলা রক্ষায় রিষড়ার বিভিন্ন এলাকায় টহল চলছে পুলিশের। এমন পরিস্থিতিতে ওসির কাজ তত্ত্বাবধানের জন্য নিযুক্ত করা হল সার্কল ইনস্পেক্টরকে।

চন্দননগর পুলিশ কমিশনারেটের ৭টি থানা রয়েছে। একমাত্র রিষড়া থানার দায়িত্বে রয়েছেন ওসি। বাকি ৬টি থানা আইসির তত্ত্বাবধানে। এ বার থেকে রিষড়া থানাও এক জন ইন্সপেক্টর পদমর্যাদার আধিকারিকের আওতায় চলে এল।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Rishra police
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE