Advertisement
৩০ এপ্রিল ২০২৪
Baidyabati Canal

বৈদ্যবাটী খালের ভাঙনে একাধিক বাড়িতে ফাটল

এলাকাবাসীর অভিযোগ, কয়েক মাস আগে এই খাল সংস্কারের সময় গভীর ভাবে মাটি কাটা হয়েছিল। এর ফলেই এই পরিণতি হয়েছে বলে তাঁরা মনে করছেন। তাঁরা জানান, বৃষ্টি হলেই ধস বাড়ছে।

Canal

বৈদ্যবাটী খাল। পাড় লাগোয়া একটি বাড়ির মেঝেতে ভাঙন (উপরে)। —নিজস্ব চিত্র।

নিজস্ব সংবাদদাতা
বৈদ্যবাটী শেষ আপডেট: ২৯ জুলাই ২০২৩ ০৯:০৭
Share: Save:

কয়েকদিন ধরে বৈদ্যবাটী খালের পাড় ভাঙছে। এর ফলে বৈদ্যবাটীর ১৪ নম্বর ওয়ার্ডের খড়পাড়ায় ওই খালপাড়ের কয়েকটি বাড়ির দেওয়াল ও মেঝেতে ফাটল দেখা দিয়েছে। কিছু বাড়ির বাগান ও ভিত ঘেঁষে ধসও নেমেছে। আতঙ্কে ঘুম উবেছে ক্ষতিগ্রস্তদের। কয়েকজন অন্যত্র সরে দিয়েছেন।

শুক্রবার সেচ দফতরের আধিকারিকেরা এলাকা পরিদর্শন করে দ্রুত ভাঙন রোধে ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন। জেলা সেচ দফতরের এক আধিকারিক বলেন, ‘‘দ্রুত ভাঙনপ্রবণ ওই এলাকায় শালবল্লা পুঁতে ‘পাইলিং’ করা হবে। যে ঠিকাদার ওই জায়গায় খালটি সংস্কার করেছিলেন, তাঁকে দিয়েই ওই কাজ করানো হবে। এ জন্য আলাদা দরপত্র ডাকতে হবে না।’’ বৈদ্যবাটীর পুরপ্রধান পিন্টু মাহাতো জানান, খালের গা ঘেঁষে ১৪-১৫ পরিবারে বাস। ৫-৬টি বাড়িতে ফাটল দেখা দিয়েছে। জেলা প্রশাসনকে জানানো হয়েছে। দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এলাকাবাসীর অভিযোগ, কয়েক মাস আগে এই খাল সংস্কারের সময় গভীর ভাবে মাটি কাটা হয়েছিল। এর ফলেই এই পরিণতি হয়েছে বলে তাঁরা মনে করছেন। তাঁরা জানান, বৃষ্টি হলেই ধস বাড়ছে।

স্থানীয় বাসিন্দা পার্থপ্রদীপ কোনার এবং শেখ বাবু বলেন, ‘‘দীর্ঘদিন ধরে এখানে বাস করছি। আগে কখনও এমন ঘটেনি। কয়েক মাস আগে এতটাই গভীর করে খালের মাটি কাটা হয় যে সামান্য বৃষ্টিতেই খালের পাড় ভাঙছে। দুশ্চিন্তায় দিন কাটছে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Canal
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE