হুগলির শ্রীরামপুরে বছর এগারোর এক কিশোরীকে ধর্ষণের অভিযোগ উঠল। পরিবারের অভিযোগ, চকোলেটের প্রলোভন দেখিয়ে কিশোরীকে বাড়িতে ডেকে নিয়ে গিয়ে ধর্ষণ করেন এক যুবক। পর পর কয়েক দিন। ‘নির্যাতিতা’র অভিযোগের ভিত্তিতে তার পরিবার থানায় অভিযোগ দায়ের করে। তার পরেই অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ।
‘নির্যাতিতা’র পরিবারের অভিযোগ, গত তিন-চার দিন ধরে প্রতিবেশী ওই যুবক চকোলেটের প্রলোভন দেখিয়ে তাকে বাড়িতে নিয়ে যেত। সেখানে নাবালিকাকে নির্যাতন করা হত। কাউকে বলতে বারণও করে দেন যুবক। পরিবারের অভিযোগ, একাধিক বার ধর্ষণ করা হয় কিশোরীকে। তাতে সে অসুস্থ হয়ে পড়ে। গত মঙ্গলবার কিশোরী বিষয়টি তার মাকে জানায়।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, নাবালিকার মা পরিচারিকার কাজ করেন। তাই দিনের বেলায় কিশোরী একাই থাকে বাড়িতে। সেই সুযোগ নিয়ে অভিযুক্ত নির্যাতন করে বলে অভিযোগ। ‘নির্যাতিতা’র মা মেয়েকে নিয়ে শ্রীরামপুর থানায় গিয়ে অভিযোগ দায়ের করেন। পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করে। পকসো ধারায় মামলা রুজু করেছে। ধৃতকে গত মঙ্গলবার শ্রীরামপুর আদালতে হাজির করানো হয়। আদালত জেল হেফাজতের নির্দেশ দেয়।