Advertisement
৩০ এপ্রিল ২০২৪
Agitation

আইনজীবীর উপর হামলার প্রতিবাদে হাওড়া আদালতে বিক্ষোভ, পুলিশের জালে এক দুষ্কৃতী

অভিযোগ, বৃহস্পতিবার সন্ধ্যায় হর্ষপ্রতাপ সিংহ নামে এক জন আইনজীবী সালকিয়ার ধর্মতলা এলাকায় নিজের দফতরে যাওয়ার সময় আক্রান্ত হন। সেই ঘটনার প্রতিবাদে চলে বিক্ষোভ।

Lawyers show agitation at Howrah court

আদালতে আইনজীবীদের বিক্ষোভ। — নিজস্ব চিত্র।

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
হাওড়া শেষ আপডেট: ১১ অগস্ট ২০২৩ ১৭:২৫
Share: Save:

আইনজীবীর ওপর দুষ্কৃতী হামলার প্রতিবাদে শুক্রবার বিক্ষোভ দেখালেন হাওড়া আদালতের আইনজীবীদের একাংশ। আইনজীবীরা হাওড়া কোর্টের লক আপ গেটে তালা ঝুলিয়ে দেন। তাঁরা দোষীদের গ্রেফতারের দাবি তোলেন। ওই ঘটনায় এক জনকে গ্রেফতার করেছে পুলিশ।

অভিযোগ, বৃহস্পতিবার সন্ধ্যায় হর্ষপ্রতাপ সিংহ নামে এক জন আইনজীবী সালকিয়ার ধর্মতলা এলাকায় নিজের দফতরে যাওয়ার সময় আক্রান্ত হন। কয়েক জন বাইক আরোহী দুষ্কৃতী তাঁকে ধাক্কা মারে বলে অভিযোগ। ওই দুষ্কৃতীরা পুলিশের সামনে তাঁকে মারধর করে বলেও অভিযোগ। জখম ওই আইনজীবী হাওড়া জেলা হাসপাতালে ভর্তি। হর্ষপ্রতাপের দাবি, তাঁকে মারধর করা হয় কিন্তু পুলিশ কোনও ব্যবস্থা নেয়নি। এই ঘটনার খবর ছড়িয়ে পড়তেই অন্য আইনজীবীরা বৃহস্পতিবার রাতে মালিপাঁচঘড়া থানায় বিক্ষোভ দেখান। শুক্রবার সকালে হাওড়া আদালতে আইনজীবীদের একাংশ ক্ষোভে ফেটে পড়েন। তাঁরা হাওড়া আদালতের লক আপের গেটে তালা লাগিয়ে দেন। ফলে কোনও বিচারাধীন বন্দিকে লক আপে ঢোকানো যায়নি। তাঁরা রাস্তায় পুলিশ ভ্যানেই ছিলেন। এর ফলে হাওড়া আদালতের মুখ্য বিচারবিভাগীয় ম্যাজিস্ট্রেট (চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট)-এর এজলাসের কাজকর্ম ব্যাহত হয়।

পুলিশের কাছে লিখিত ভাবে অভিযোগ জানিয়েছেন আক্রান্ত আইনজীবী। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। হামলার ঘটনায় এক জনকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে মামলা শুরু হয়েছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Agitation Howrah Court Lawyer
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE