Advertisement
২৬ এপ্রিল ২০২৪
Uttarpara

কোভিড টিকা নিতে উত্তরপাড়া পুরসভার সামনে সারা রাত লাইনে শতাধিক মানুষ

বৃহস্পতিবার টিকা না পেয়ে উত্তরপাড়া পুরসভা থেকে ফিরতে হয়েছিল বহু মানুষকে।

উত্তরপাড়া পুরসভার সামনে এ রকমই দীর্ঘ লাইন।

উত্তরপাড়া পুরসভার সামনে এ রকমই দীর্ঘ লাইন। নিজস্ব চিত্র।

নিজস্ব সংবাদদাতা
উত্তরপাড়া শেষ আপডেট: ২৫ জুন ২০২১ ১৫:৪৫
Share: Save:

তৃতীয় ঢেউ আসার আগে মানুষ চাইছেন কোভিডের টিকা নিতে। কিন্তু চাহিদার তুলনায় জোগান কম থাকায় টিকা নিয়ে দেখা দিয়েছে হাহাকার। বৃহস্পতিবার টিকা না পেয়ে উত্তেজনা ছড়ায় উত্তরপাড়া পুরসভা চত্বরে। শুক্রবার টিকা নেওয়ার জন্য বৃহস্পতিবার রাত থেকেই লাইনে দাঁড়িয়ে থাকতে গেল বহু মানুষকে।

বৃহস্পতিবার টিকা না পেয়ে উত্তরপাড়া পুরসভা থেকে ফিরতে হয়েছিল বহু মানুষকে। বৃহস্পতিবার পুরসভার তরফে জানানো হয়, শুক্রবার দেওয়া হবে টিকা। শুক্রবার টিকা নেওয়ার জন্য বৃহস্পতিবার রাত থেকে উত্তরপাড়া পুরসভার সামনে লাইনে দাঁড়ান শতাধিক মানুষ। অনেকে রাস্তাতেই বসে পড়েন।

উত্তরপাড়া পুরসভা থেকে নোটিস দেওয়া হয়েছিল, ১৮ থেকে ৪৪ বছর বয়সীদের ১৯০ জনকে ভ্যাকসিন দেওয়া হবে। ৪৫ বছরের বেশি বয়সীদের ৯০ জনকে ভ্যাকসিন দেওয়া হবে। লাইনে যত জন দাঁড়িয়ে আছেন তাঁরা সবাই টিকা পাবেন না। তবুও ভিড় কমেনি। গণ্ডগোলের আশঙ্কায় পুলিশও মোতায়েন করা হয়েছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Uttarpara COVID Vaccine
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE