Advertisement
২৬ এপ্রিল ২০২৪
Jute Mill

Jute Mill: চাঁপদানির নর্থব্রুক জুটমিল বন্ধ, কাজ হারালেন বহু শ্রমিক

সম্প্রতি হুগলিতে একের পর এক জুট মিল বন্ধ হয়েছে। সেই তালিকায় যোগ হল নর্থব্রুকের নাম।

বন্ধ নর্থব্রুক জুটমিল।

বন্ধ নর্থব্রুক জুটমিল। নিজস্ব চিত্র

নিজস্ব সংবাদদাতা
হাওড়া শেষ আপডেট: ১১ জানুয়ারি ২০২২ ১৯:৪৭
Share: Save:

হুগলি জেলায় বন্ধ হল আরও একটি জুট মিল। মঙ্গলবার সাসপেনশন অব ওয়ার্কের নোটিস পড়েছে চাঁপদানির নর্থব্রুক জুট মিলে।

মঙ্গলবার আচমকা বন্ধ হয়ে যায় চাঁপদানির নর্থব্রুক জুট মিল। তার জেরে কাজ হারালেন বহু শ্রমিক। কারখানা বন্ধ নিয়ে কেন্দ্রকে দুষেছে আইএনটিটিইউসি। আইএনটিটিইউসি নেতা সন্তোষ সিংহ বলেন, ‘‘কেন্দ্রীয় সরকারের ভুল পাট নীতির জন্য মিল চালাতে পারছেন না মালিক। কেন্দ্র সরকার পাটের দাম বেঁধে দিয়েছে। তার বেশি দামে তারা কিনবে না। আর কৃষকরাও ওই দামে পাট বেচতে চাইছেন না। ফলে পাটের জোগান কমে যাচ্ছে। পশ্চিমবঙ্গে পাট শিল্প আছে বলে তা শেষ করার পরিকল্পনা করছে কেন্দ্রের বিজেপি সরকার।’

বিজেপি-র শ্রমিক সংগঠন বিএমএসের নেতা কানাই পাণ্ডের পাল্টা অভিযোগ, ‘‘মুখ্যমন্ত্রী বলেছিলেন ‘খেলা হবে’। শ্রমিকদের পেটে লাথি মেরে খেলা শুরু হয়েছে। সরকার মালিকপক্ষের সঙ্গে মিলে মিল বন্ধ করছে। করোনার সময় কোনও কাজও মিলবে না অসহায় শ্রমিকদের।’’

সম্প্রতি হুগলিতে একের পর এক জুট মিল বন্ধ হয়েছে। এর আগে রিষড়ার ওয়েলিংটন, শ্রীরামপুরের ইন্ডিয়া জুট মিল, ভদ্রেশ্বরের শ্যামনগর নর্থ এবং চন্দননগরের গোন্দলপাড়া জুট মিল বন্ধ হয়েছে। সেই তালিকায় যোগ হল নর্থব্রুকের নাম।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Jute Mill labourer factory Jute
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE