রাজনীতিতে প্রতিপক্ষ ভাবা ভাল, কিন্তু শত্রু ভাবা ঠিক নয়। শাসক দলের দিকে ইঙ্গিত করে সোমবার এমনই মন্তব্য করলেন বিজেপি নেতা রাজীব বন্দ্যোপাধ্যায়।
সম্প্রতি বিজেপি-তে যোগ দিয়েছেন রাজীব। তার পরই ডোমজুর বিধানসভা কেন্দ্রে বিজেপি কর্মীদের মারধরের অভিযোগ ওঠে তৃণমূল কর্মীদের বিরুদ্ধে। এ প্রসঙ্গে রাজীবের মন্তব্য, “আমাকে ভয় পাচ্ছে তৃণমূল।” এর পরই চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে তিনি বলেন, “ যা কিছুই ঘটে যাক না কেন ডোমজুড় বিধানসভা কেন্দ্র থেকেই নির্বাচনে লড়ব আমি। কেন্দ্রীয় নেতৃত্বকেও বিষয়টি জানিয়েছি।”
বিজেপি-তে যোগ দেওয়ার আগেও রাজীবের মুখে শোনা গিয়েছে তিনি মানুষের জন্য কাজ করতে পারছেন না। এ নিয়ে বার বার আক্ষেপেও করতে দেখা গিয়েছে। দল ছাড়ার পরেও একই কথা বলেছেন রাজীব। তাঁর কথায়, “অনেক ঝুঁকি নিয়ে দল ছেড়েছি। মানুষের প্রতি ভরসা আছে আমার। আগামী দিনে দেখিয়ে দেব উন্নয়ন কাকে বলে।”