হাওড়া স্টেশনে সাবওয়ের মুখে প্রকাশ্যে ছিনতাই। এক মহিলার সোনার হার ছিনতাই করে পালাল দুষ্কৃতী। তদন্তে গোলাবাড়ি থানার পুলিশ।
সস্ত্রীক কলকাতা থেকে বাড়ি ফিরছিলেন হাওড়ার বড়গাছিয়ার বাসিন্দা বৃন্দাবন ঘোষ। তিনি পেশায় পান ব্যবসায়ী। হাওড়া স্টেশনের ১২ নম্বর সাবওয়ের মুখে তিনি বুধবার সন্ধ্যায় ব্যবসার জন্য পান কিনছিলেন। পাশে দাঁড়িয়েছিলেন তাঁর স্ত্রী মিঠু ঘোষ। আচমকাই এক দুষ্কৃতী তাঁর গলায় থাকা দশ গ্রাম সোনার হার ছিনিয়ে নিয়ে দৌড় দেন। চিৎকার করে ধাওয়া করলেও ধরা যায়নি ছিনতাইবাজকে। কান্নায় ভেঙে পড়েন মিঠু ঘোষ।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছোয় গোলাবাড়ি থানার পুলিশ। তদন্ত শুরু করলেও অধরা ওই দুষ্কৃতী। সাবওয়ের সামনে ব্যবসা করা এক মহিলা জানান, সাবওয়েতে প্রায়ই ছিনতাইয়ের ঘটনা ঘটে। পুলিশের আরও নজরদারি দরকার। হাওড়া সিটি পুলিশের এক আধিকারিক জানান, ওই এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। গুরুত্ব দিয়ে তদন্ত শুরু হয়েছে।