Advertisement
২৫ এপ্রিল ২০২৪
becharam manna

‘পুলিশকে ধরে আছাড় মারব’, বললেন বেচারাম, ঝামেলা হলে দেখে নেওয়ারও হুমকি দিলেন মন্ত্রী

বেচারামের মন্তব্য নিয়ে বিজেপির কটাক্ষ, ‘‘বীরভূমের কেষ্ট (অনুব্রত মণ্ডল) পুলিশকে বোমা মারার হুমকি দিয়েছেন। আর সিঙ্গুরের বিধায়ক পুলিশকে আছাড় মারার হুমকি দিচ্ছেন।’’

পুলিশকে নিয়ে বিতর্কিত মন্তব্য করলেন সিঙ্গুরের বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী বেচারাম।

পুলিশকে নিয়ে বিতর্কিত মন্তব্য করলেন সিঙ্গুরের বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী বেচারাম। —ফাইল চিত্র।

নিজস্ব সংবাদদাতা
সিঙ্গুর শেষ আপডেট: ১৮ ডিসেম্বর ২০২২ ২২:৫০
Share: Save:

যাঁরা রাস্তার কাজ করতে যাবেন, তাঁদের ধরে পিটিয়ে দেওয়ার নিদান দিলেন রাজ্যের কৃষি বিপণন মন্ত্রী বেচারাম মান্না। এমনকি, গ্রামবাসীকে তাঁর ‘আশ্বাস’ পুলিশ আটকালে তিনি দেখবেন। তিনি আছাড় মারবেন বাধাদানকারী পুলিশকে। রবিবার এমনই ভিডিয়ো ভাইরাল হতেই বিতর্কে বেচারাম।

হুগলির চণ্ডীতলা, জয়কৃষ্ণপুর, নন্দনকানন, মোল্লাপাড়ায় ভূগর্ভস্থ পথের দাবিতে সমাবেশ করেন বেচারামরা। হরিপাল চন্দনপুর অঞ্চলের কানগোই থেকে ডানকুনি পর্যন্ত দুর্গাপুর এক্সপ্রেসওয়ের উপর ১১টি সাবওয়ে দ্রুত নির্মাণের দাবিতে এই সমাবেশ। সেখানে উপস্থিত ছিলেন শ্রীরামপুর হুগলি সাংগঠনিক জেলা তৃণমূল সভাপতি অরিন্দম গুঁইন, তৃণমূল বিধায়ক করবী মান্না এবং স্বাতী খন্দকাররা। সেখানেই বেচারামের এই নিদানে বিতর্ক শুরু হয়েছে। মন্ত্রীকে বলতে শোনা যায়, ‘‘রাস্তার কাজ যেই করতে যাবেন, তাঁকে ধরে বেশ করে পিটিয়ে দেবেন। কোনও ঝামেলা হলে আমি দেখে নেব। পুলিশ যদি আসে পুলিশকে আছাড় মারব।’’

এই ভিডিয়ো ভাইরাল হতেই তার ব্যাখ্যা দিয়েছেন বেচারাম। ভিডিয়োর সত্যতা স্বীকার করে নিয়ে তাঁর দাবি, বক্তব্যের ভুল ব্যাখ্যা করা হয়েছে। মন্ত্রী বলেন, ‘‘দুর্গাপুর এক্সপ্রেস হাইওয়ের সিক্স লেনের কাজ দ্রুত গতিতে এগিয়ে চলেছে। ১১টি জায়গায় সাবওয়ের দাবিতে আমাদের আন্দোলন চলছে। মিটিং হয়েছে ভূতল পরিবহণ সংস্থার সঙ্গে। কিন্তু দেখা যাচ্ছে, সাবওয়ের জন্য কোনও জায়গাই রাখা হয়নি। তাই গ্রামবাসীরা আশঙ্কা করছেন যে, সাবওয়ে হয়তো হবে না। তাই আমরা সমাবেশ করেছি।’’ এর পর তাঁর সংযুক্তি, ‘‘সমাবেশের পরে গ্রামে গেলে গ্রামবাসীরা বলছেন রাস্তার কাজ আটকালে পুলিশ বাধা দিচ্ছে। আমি বলেছি, রাস্তা অবরোধ করে কখনও কাজে বাধা দেওয়া হবে না। কিন্তু যে জায়গায় সাবওয়ে হবে, সেখানে ১০০ ফুট পর্যন্ত কাজ বন্ধ থাকবে। সেখানে কেউ কাজ করতে গেলে গ্রামবাসীরা বাধা দেবেন। সেখানে পুলিশ যদি কিছু বলে আমরা বুঝে নেব। এটুকুই বলা হয়েছে।’’

সাবওয়ের দাবিতে সমাবেশ শেষে গ্রামবাসীদের সঙ্গে কথা বলার সময় রাজ্যের কৃষি বিপণন মন্ত্রীর এই বক্তব্যের ভিডিয়ো ভাইরাল হতেই বেচারামকে বিঁধছেন বিরোধীরা। বিজেপির কটাক্ষ, ‘‘বীরভূমের কেষ্ট (অনুব্রত মণ্ডল) পুলিশকে বোমা মারার হুমকি দিয়েছেন। আর সিঙ্গুরের বিধায়ক পুলিশকে আছাড় মারার হুমকি দিচ্ছেন।’’ বেচারামের যুক্তি, বিরোধীরা তাঁর বক্তব্যের অপব্যাখ্যা করছে। তিনি বলেন, ‘‘আমি রাজ্য সরকারের মন্ত্রী হয়ে কখনও এ কথা বলতে পারি! পুলিশও আমাদের এই আন্দোলনে সাহায্য করছে। দুর্গাপুর রোডে প্রায় হাজার লোক মারা গিয়েছেন (দুর্ঘটনায়)। তাই গ্রামবাসীরা অনেক সময় আন্দোলনে বসেছেন। আমরা অবরোধের আন্দোলনে বিশ্বাস করি না।’’

যদিও বেচারামের এই মন্তব্য নিয়ে তৃণমূলের তরফে এখনও পর্যন্ত কোনও বিবৃতি মেলেনি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

becharam manna Hooghly TMC Minister police
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE