Advertisement
E-Paper

বিমাবিহীন গাড়ির বিরুদ্ধে কড়া আইন আনতে উদ্যোগ, সব রাজ্যের মতামত চাইল কেন্দ্রীয় পরিবহণ মন্ত্রক

গাড়ির রেজিস্ট্রেশন বা পারমিট না থাকলে পুলিশ সেই গাড়ি আটক করতে পারে। কিন্তু বিমা না থাকলে শুধু জরিমানা করার ক্ষমতা রয়েছে, গাড়ি আটক করার বিধান নেই।

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ২০ জানুয়ারি ২০২৬ ১৪:৫৬
Initiative to bring strict laws against uninsured vehicles, Center seeks opinions from all states

—প্রতিনিধিত্বমূলক ছবি।

বিমাবিহীন গাড়ির দৌরাত্ম্য রুখতে মোটর ভেহিকলস আইন সংশোধনের পথে হাঁটছে কেন্দ্রীয় সরকার। সেই লক্ষ্যেই দেশের সব রাজ্য সরকারের কাছ থেকে মতামত চেয়েছে কেন্দ্রীয় পূর্ত সড়ক ও পরিবহণ মন্ত্রক। রাজ্যগুলির মতামত পাওয়ার পর চলতি মোটর ভেহিকলস আইনে প্রয়োজনীয় সংশোধনী আনা হবে বলে সূত্রের খবর। এই পর্যায়ে পশ্চিমবঙ্গ সরকারকেও তাদের মতামত জানাতে বলা হয়েছে।

বর্তমান আইনে কোনও গাড়ির রেজিস্ট্রেশন বা পারমিট না থাকলে পুলিশ সেই গাড়ি আটক করতে পারে। কিন্তু বিমা না থাকলে শুধু জরিমানা করার ক্ষমতা রয়েছে, গাড়ি আটক করার বিধান নেই। এমনকি একই অপরাধ বার বার ঘটালেও জরিমানার অঙ্ক নির্দিষ্টই থাকে। ফলে বহু ক্ষেত্রেই বিমা ছাড়াই রাস্তায় গাড়ি চালানোর প্রবণতা কমছে না বলে অভিযোগ। এই পরিস্থিতিতে আইনকে আরও কড়া করতে চায় কেন্দ্র। প্রস্তাবিত সংশোধনী অনুযায়ী, বিমাবিহীন গাড়ির ক্ষেত্রে আর নির্দিষ্ট অঙ্কের ফাইন থাকবে না। বরং সংশ্লিষ্ট গাড়ির বিমার প্রিমিয়ামের অঙ্কের ভিত্তিতে জরিমানা নির্ধারণ করা হবে। এতে জরিমানার পরিমাণ উল্লেখযোগ্য ভাবে বাড়তে পারে। পাশাপাশি, বিমা না থাকলে গাড়ি আটক করার ক্ষমতাও পুলিশকে দেওয়ার প্রস্তাব রয়েছে নতুন আইনে।

রোড সেফটি কাউন্সিলের উদ্যোগেই মূলত এই প্রক্রিয়া শুরু হয়েছে। তাদের মতে, বিমাহীন গাড়ি দুর্ঘটনার ক্ষেত্রে ক্ষতিপূরণ সংক্রান্ত জটিলতা তৈরি করে এবং সার্বিক ভাবে সড়ক সুরক্ষাকেই ঝুঁকির মুখে ফেলে। তাই কঠোর আইন প্রয়োগের মাধ্যমে বিমা ছাড়া গাড়ি চালানোর প্রবণতা কমানোই লক্ষ্য। এ ক্ষেত্রে কোনও সাংবিধানিক বা আইনি জটিলতা তৈরি হতে পারে কি না, তা নিয়েও রাজ্যগুলির মতামত চাওয়া হয়েছে। সব দিক খতিয়ে দেখেই চূড়ান্ত সংশোধনী আনার পথে এগোবে কেন্দ্রীয় সরকার।

Vehicle Act Transport Department
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy