E-Paper

আজ রাস্তায় উচ্চ প্রাথমিক চাকরিপ্রার্থীরা

চাকরিপ্রার্থীরা জানান, ২০২৪-এর ২৮ অগস্ট হাই কোর্টের ডিভিশন বেঞ্চ উচ্চ প্রাথমিকের মেধা তালিকায় থাকা ১৪,০৫২ জনের নিয়োগ নিশ্চিত করার কথা বলেছিল। সেই রায় মেনে ৮ দফায় ১২,৭২৩ জনের কাউন্সেলিং করেছে এসএসসি।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৪ নভেম্বর ২০২৫ ০৭:২৯
সোমবার ফের বিকাশ ভবন অভিযানে যাবেন চাকরিপ্রার্থীরা।

সোমবার ফের বিকাশ ভবন অভিযানে যাবেন চাকরিপ্রার্থীরা। — ফাইল চিত্র।

দ্রুত উচ্চ প্রাথমিকের ১২৪১ জনের কাউন্সেলিং করার দাবিতে আজ, সোমবার ফের বিকাশ ভবন অভিযানে যাবেন চাকরিপ্রার্থীরা। তাঁদের বক্তব্য, হাই কোর্টের ডিভিশন বেঞ্চ ২০ নভেম্বরের মধ্যে বাকি থাকা ১২৪১ জনের কাউন্সেলিং শেষ করার কথা বলেছিল। কিন্তু স্কুল সার্ভিস কমিশন (এসএসসি) তা পারেনি। এই নিয়ে ২৭ নভেম্বর ফের শুনানি আছে। তার মধ্যে বাকি ১২৪১ জনের কাউন্সেলিং শেষ হবে কি না, প্রশ্ন উঠেছে।

চাকরিপ্রার্থীরা জানান, ২০২৪-এর ২৮ অগস্ট হাই কোর্টের ডিভিশন বেঞ্চ উচ্চ প্রাথমিকের মেধা তালিকায় থাকা ১৪,০৫২ জনের নিয়োগ নিশ্চিত করার কথা বলেছিল। সেই রায় মেনে ৮ দফায় ১২,৭২৩ জনের কাউন্সেলিং করেছে এসএসসি। তার পরেও ১২৪১ জনের কাউন্সেলিং বাকি। চাকরিপ্রার্থী সুশান্ত ঘোষ বলেন, “এসএসসি জানিয়েছে, শিক্ষা দফতর থেকে এখনও শূন্য পদ পাঠায়নি। শিক্ষকের অভাবে যেখানে উচ্চ প্রাথমিকের স্কুলগুলো বন্ধ হতে বসেছে সেখানে শূন্য পদ পাঠাতে কেন এত গড়িমসি?”

শিক্ষা দফতর সূত্রে জানা গিয়েছে, উচ্চ প্রাথমিকে ১২,৭২৩ জনের কাউন্সেলিং শেষ হলেও ৮৯৩৮ জন চাকরিতে যোগ দিয়েছেন। কিছু প্রার্থী কাউন্সেলিংয়ে অনুপস্থিত ছিলেন, কিছু প্রার্থী অন্য চাকরিতে গিয়েছেন, কিছু প্রার্থী সুপারিশপত্র নিয়েও স্কুলে যোগ দেননি। অর্থাৎ সব শূন্য পদে উপযুক্ত প্রার্থী মেলেনি। প্রার্থীদের সঙ্গে শূন্য পদ ‘ম্যাচিং’ করে মেধা তালিকায় বাকি থাকা ১২৪১ জনের কাউন্সেলিং করতে বলেছিল হাই কোর্ট। এসএসসি বলেছে, শিক্ষা দফতর শূন্য পদের বিষয়ে জানালেই কাউন্সেলিং শুরু করা হবে। ১২৪১ জনের কাউন্সেলিং দু’-তিন দিনেই হওয়ার কথা।

সুশান্ত জানান, রবিবার ছিল ধর্মতলায় তাঁদের অবস্থানের ১০৬তম দিন। বাকি ১২৪১ জনের কাউন্সেলিং সম্পন্ন না হওয়া পর্যন্ত এই ধর্না চলবে।

(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)

Bikash Bhavan Protest upper primary recruitment

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy