বুস্টার টিকা দেওয়ার নামে আসছে ফোন। ইচ্ছে প্রকাশ করলেই পাঠানো হচ্ছে লিঙ্ক। চাওয়া হচ্ছে ওটিপি। তবে ওটিপি পাঠানোর সঙ্গে সঙ্গেই উধাও হয়ে যাচ্ছে ব্যাঙ্কে রাখা টাকা। এ ভাবেই বুস্টার টিকার নামে প্রতারণা করার নতুন উপায় খুঁজে নিয়েছেন প্রতারকরা। আর তা রুখতে এ বার তৎপর কলকাতা পুলিশ। প্রতারণা রুখতে জনসাধারণকে সচেতনতা বার্তাও দিল লালবাজার।
কলকাতা পুলিশের যুগ্ম পুলিশ কমিশনার (অপরাধ দমন শাখা) মুরলীধর শর্মা একটি টুইট বার্তায় লেখেন, ‘প্রতারকরা জনসাধারণকে ঠকানোর নতুন উপায় বের করেছেন। ফোন বা মেসেজ করে বুস্টার ডোজ দরকার কি না তা জিজ্ঞাসা করা হচ্ছে। উত্তর হ্যাঁ হলে, একটি লিঙ্ক পাঠানো হচ্ছে এবং লিঙ্কটিতে ক্লিক করার পরে ওটিপি চাওয়া হচ্ছে। আপনারা সতর্ক থাকুন, এটি আপনার টাকা হাতিয়ে নেওয়ার একটি চক্রান্ত। এ রকম ফোন বা মেসেজ এলে কোনও লিঙ্ক ডাউনলোড করবেন না এবং ওটিপি শেয়ার করবেন না।’
ওমিক্রনের বাড়বাড়ন্ত দেখে সম্প্রতি সরকার ষাটোর্ধ্বদের বুস্টার টিকার কথা ঘোষণা করেছে। তার পর থেকেই বেশ সক্রিয় হয়েছে একটি প্রতারণা চক্র। বিনামূল্যে বুস্টার টিকা পাইয়ে দেওয়ার নাম করে তারা বেছে বেছে বয়স্কদের শিকার বানাচ্ছে।