কালীগঞ্জ বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের ভোট-গণনা হবে আজ, সোমবার। গুজরাতের দু’টি, পঞ্জাব ও কেরলের একটি করে বিধানসভা কেন্দ্রের সঙ্গেই এ রাজ্যের কালীগঞ্জে উপনির্বাচন হয়েছিল গত ১৯ জুন। পাঁচ কেন্দ্রেরই ফল ঘোষণা হবে আজ। নির্বাচন কমিশন সূত্রের খবর, নদিয়ার কালীগঞ্জ কেন্দ্রের ভোট-গণনা হবে মোট ২৩ রাউন্ডে। পানিঘাটা হাই স্কুলে সকাল থেকে বৈদ্যুতিন ভোট-যন্ত্রের (ইভিএম) ভোট গোনা শুরু হবে। গণনা-কেন্দ্র পাহারায় থাকছে কেন্দ্রীয় বাহিনী। গণনা-কেন্দ্রের ১০০ মিটারের মধ্যে জমায়েত নিষিদ্ধ। তৃণমূল কংগ্রেসের বিধায়ক নাসিরুদ্দিন (লাল) আহমেদের প্রয়াণে কালীগঞ্জে উপনির্বাচন হয়েছে। প্রয়াত বিধায়কের মেয়ে আলিফা আহমেদকে প্রার্থী করেছে তৃণমূল, তাঁর বড় ব্যবধানে জয়ের ব্যাপারে আশাবাদী শাসক দল। ওই কেন্দ্রে লড়াইয়ে আছেন বিজেপির প্রার্থী আশিস ঘোষ এবং বাম সমর্থিত কংগ্রেস প্রার্থী কাবিলউদ্দিন আহমেদ।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)