রাতে নাকা-তল্লাশি থেকে টহলদারি, সবই নাকি নিয়মিত হয়। পুলিশের তেমনই দাবি। তা সত্ত্বেও মঙ্গলবার গভীর রাতে লেক টাউন ও বাঙুরের মাঝে একটি হনুমান মন্দির থেকে বিপুল পরিমাণ গয়না চুরির ঘটনা ঘটেছে। বুধবার সকালে দেখা যায়, মন্দিরের দরজার তালা ভাঙা। ভিতর থেকে সোনা ও রুপোর তৈরি সমস্ত গয়না উধাও।
সিসি ক্যামেরার ফুটেজে দেখা গিয়েছে, চার দুষ্কৃতী মন্দিরের তালা ভেঙে ভিতরে ঢুকছে। কারও মুখে মাস্ক, কারও মুখে গামছা জড়ানো। মন্দিরের কাজকর্মের সঙ্গে যুক্ত সুধীর শর্মা জানালেন, রাত ১টা ৪০ মিনিটে পাঁচিল টপকে আসে ওই চোরেরা। দরজার তালা ভেঙে ভিতরে ঢোকে। বিগ্রহের গয়না, মুকুট থেকে শুরু করে একাধিক সামগ্রী নিয়ে রাত আড়াইটে নাগাদ বেরিয়ে যায়।
এ দিন সকালে পুরোহিত এবং পরে মন্দির কমিটির সদস্যেরা সেখানে এসে চুরির ঘটনা সম্পর্কে জানতে পারেন। তাঁদের অনুমান, ৪০-৫০ লক্ষ টাকার গয়না চুরি গিয়েছে। ৪০ বছরের পুরনো ওই মন্দিরে আগে কখনও এমন ঘটেনি বলেই জানা গিয়েছে। এ দিন খবর পেয়ে সেখানে যান পুলিশকর্তা ও বিধাননগর কমিশনারেটের গোয়েন্দারা। ফুটেজ খতিয়ে দেখে ওই চার জনের খোঁজ শুরু হয়েছে।
যদিও এই ঘটনার পরে এলাকায় পুলিশের নজরদারি নিয়ে প্রশ্ন উঠেছে। পুলিশ সূত্রের দাবি, রাতে নাকা-তল্লাশি থেকে টহলদারি, সবই চলে। এ ক্ষেত্রে কী ভাবে, কোন পথে অভিযুক্তেরা ওই মন্দিরে গেল এবং কোন পথে পালাল, সব কিছুই খতিয়ে দেখা হচ্ছে।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)