কলকাতার পথে আবার প্রাণ গেল স্কুলপড়ুয়ার। পুলিশ সূত্রে জানা গিয়েছে, শুক্রবার সকালে সাইকেলে চেপে স্কুলে যাচ্ছিল অরণ্য চক্রবর্তী নামে ওই ছাত্র। কাশীপুরে বিটি রোডে তার সাইকেলটিতে ধাক্কা দেয় বাস। দুর্ঘটনায় প্রাণ হারায় ১৫ বছরের কিশোর। বাসটিকে আটক করা হয়েছে। তার চালক ফেরার। এই ঘটনায় এখনও কাউকে গ্রেফতার করা হয়নি।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত কিশোর বরাহনগরের বাসিন্দা। শুক্রবার সকাল ১১টা নাগাদ সাইকেলে চেপে বাড়ি থেকে স্কুলে যাচ্ছিল অরণ্য। তখন একটি বেসরকারি বাস তার সাইকেলে ধাক্কা দেয়। সাইকেল থেকে ছিটকে পড়ে যায় অরণ্য। আহত অবস্থায় তাকে আরজি কর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন।
আরও পড়ুন:
এই ঘটনার পরে কাশীপুরে বিটি রোডে বিক্ষোভ দেখাতে শুরু করেন স্থানীয়েরা। ট্র্যাফিক পুলিশের নজরদারি নিয়ে প্রশ্ন তুলেছেন কেউ কেউ। স্থানীয়দের একাংশের অভিযোগ, বাসগুলির রেষারেষিতে প্রাণ যায় পথচারীদের।