জয় তাঁর কাছে প্রত্যাশিতই ছিল। শুধু নিকটতম প্রতিদ্বন্দ্বীর থেকে জেতার ব্যবধান কত হয়, সেটাই দেখার ছিল ফিরহাদ হাকিমের। ফল প্রকাশ হতেই দেখা গেল, কলকাতা পুরসভার ৮২ নম্বরে ওয়ার্ডে ১৪ হাজারেরও বেশি ভোট জিতেছেন বিদায়ী মেয়র। শুধু নিজে নন, তাঁর দায়িত্বে থাকা বন্দর বিধানসভা এলাকার সাতটি ওয়ার্ডেই দলকে জিতিয়েছেন ফিরহাদ। স্বাভাবিক ভাবে উচ্ছ্বাস ছিল। সেই উচ্ছ্বাস ভাগ করে নিলেন নাতনি আয়াতের সঙ্গে।
জেতার খবর পাওয়ার পর বড় মেয়ে প্রিয়দর্শিনীর কন্যাকে আয়াতকে কাঁধে চাপিয়ে কোমর দুলিয়ে নাচলেন ফিরহাদ। তাঁর সেই ক্ষণিকের কোমর দুলিয়ে নাচার দৃশ্য টুইটারে পোস্টও করেছেন মেজমেয়ে সাবা হাকিম। পোস্টে লিখেছেন, ‘প্রিয় মানুষটির সঙ্গে জয় উপভোগ করছেন ফিরহাদ হাকিম।’ দাদুর কাঁধে ওঠাটাই আয়াতের কাছে ভারী মজার। দাদুর জয়ের চেয়ে তা যে কোনও অংশেই কম নয়, তার নিজের উচ্ছ্বাসের চিৎকারে বুঝিয়ে দিয়েছে আয়াত।
Just @FirhadHakim dancing with his favourite person to celebrate today’s victory. pic.twitter.com/Hr0Daes0vT
— Shabba Hakim (@ShabbaHakim) December 21, 2021