Advertisement
১৮ মে ২০২৪

পার্ক স্ট্রিটে গোলমাল, ছিনতাইয়ের অভিযোগ

পুলিশ সূত্রের খবর, তিনটি গাড়িতে চেপে শনিবার রাতে গল্ফগ্রিন থেকে পার্ক স্ট্রিটের একটি নাইটক্লাবে আসছিলেন ন’জন যুবক।

—ফাইল চিত্র।

—ফাইল চিত্র।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ১৩ মে ২০১৯ ০০:৩৮
Share: Save:

গভীর রাতে পার্ক স্ট্রিটে মারামারির ঘটনা ঘটল। দু’তরফই ওই এলাকায় একটি নাইটক্লাব থেকে বেরিয়েছিল। পুলিশ জানায়, এক পক্ষ অন্য পক্ষের বিরুদ্ধে মারধর, ছিনতাইয়ের অভিযোগ করেছে। শনিবার রাতে ওই ঘটনা ঘটেছে। পুলিশ অভিযুক্তদের খোঁজ শুরু করেছে।

পুলিশ সূত্রের খবর, তিনটি গাড়িতে চেপে শনিবার রাতে গল্ফগ্রিন থেকে পার্ক স্ট্রিটের একটি নাইটক্লাবে আসছিলেন ন’জন যুবক। অভিযোগ, পার্ক স্ট্রিটে ঢোকার মুখে রাত সাড়ে ১১টা নাগাদ তিনটি মোটরবাইক গাড়িটির রাস্তা আটকায়। তাতে গাড়ির যুবকেরা প্রতিবাদ করেন। এর পরে দু’দলের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। অভিযোগ, তখনই মোটরবাইকে থাকা যুবকেরা গাড়ির যুবকদের দেখে নেবে বলে শাসানি দেয়। এর পরে উভয় পক্ষই পার্ক স্ট্রিটের একটি নাইটক্লাবে ঢুকে পড়ে।

পুলিশ জানিয়েছে, রাত ২টো নাগাদ নাইটক্লাব থেকে বেরোনোর পরে মোটরবাইকে থাকা চার যুবক গাড়িতে থাকা যুবকদের পার্ক স্ট্রিটে আটকায় ও তাঁদের মারধর করে বলে অভিযোগ। এমনকি গাড়ির যুবকদের গলার হার, মোবাইল ছিনতাই করে বাইক-আরোহী যুবকেরা পালায় বলে পার্ক স্ট্রিট থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন গল্ফগ্রিনের বাসিন্দা আকাশ সরকার।

অভিযোগকারীরা পুলিশের কাছে অজ্ঞাতপরিচয় চার যুবকের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন। ঘটনা নিয়ে ধন্দে পুলিশও। তদন্তকারীদের অনুমান, পুরনো কোনও শত্রুতার জেরেই এক পক্ষ আর এক পক্ষকে আক্রমণ করেছে। রাস্তার আশপাশের সি সি ক্যামেরার সূত্র ধরে তদন্ত শুরু করেছে পুলিশ। অভিযুক্তদের বিরুদ্ধে মারধর, ছিনতাইয়ের অভিযোগে মামলা রুজু হয়েছে। ডিসি (দক্ষিণ) মিরাজ খালিদ বলেন, ‘‘ঘটনার তদন্ত শুরু হয়েছে। অভিযোগকারীদের বয়ান নিয়ে অভিযুক্তদের খোঁজার চেষ্টা চলছে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Park Street Snatching Crime
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE