বাগবাজারের নির্মীয়মাণ বহুতল থেকে এক ব্যক্তির দেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল। কী ভাবে ওই বহুতলে দেহ এল, তা নিয়ে রহস্য দানা বেঁধেছে। পুলিশ সূত্রে খবর, ওই ব্যক্তির শরীরের বিভিন্ন জায়গায় আগুনে পোড়ার চিহ্ন রয়েছে।
স্থানীয় সূত্রে খবর, শনিবার সকালে ওই নির্মীয়মাণ বহুতলের কেয়ারটেকার এসে দেহটি দেখতে পান। তিনিই খবর দেন ওই বহুতলের প্রোমোটার এবং অন্যদের। খবর দেওয়া হয় শ্যামপুকুর থানায়। পুলিশ এসে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। কী ভাবে তাঁর দেহ ওই বহুলতলে এল, তা বুঝে উঠতে পারছেন না স্থানীয়েরা। তাঁদের মতে, দেহ অন্য কোথাও থেকে এনে ওই নির্মীয়মাণ বহুতলে ফেলে দেয় কেউ বা কারা। রাতের অন্ধকারেই এই কাণ্ড ঘটে। কারণ রাতে ওই নির্মীয়মাণ বহুতলে কেউ থাকেন না। কেয়ারটেকারও তালা দিয়ে চলে যান। সেই সুযোগেই দেহ ফেলা হয়েছে বলে দাবি।
আরও পড়ুন:
পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। মৃত ব্যক্তির পরিচয় জানার চেষ্টা করছেন তদন্তকারীরা। প্রাথমিক ভাবে অনুমান, খুনই করা হয়ে থাকতে পারে ওই ব্যক্তিকে। তবে কী ভাবে খুন করা হয়েছে, তা জানা যায়নি। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়া গেলেই মৃত্যুর কারণ স্পষ্ট হবে।