Advertisement
০৪ মে ২০২৪

চালককে অপহরণে ধৃত আর এক চালক

পুলিশ জানিয়েছে, ট্যাক্সি চালককে উদ্ধার করা হয়েছে। গ্রেফতার করা হয়েছে ক্যাবচালককেও। শুক্রবার, দেশপ্রিয় পার্কের কাছে ঘটনাটি ঘটে। ধৃতের নাম শেখ আকবর আলি। বাড়ি বেনিয়াপুকুর এলাকার জাননগরে।

—প্রতীকী চিত্র।

—প্রতীকী চিত্র।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ২৭ ফেব্রুয়ারি ২০১৮ ০১:৩৬
Share: Save:

মাঝরাতে অ্যাপ ক্যাব ও ট্যাক্সির মধ্যে ঠোকাঠুকিকে কেন্দ্র করে দুই চালকের মধ্যে শুরু হয় বচসা। তার মাঝেই ফোনে বন্ধুদের ডেকে নেয় ক্যাবচালক। দু’জন পৌঁছতেই ক্ষতিপূরণ দাবি করে তিন জন মিলে ট্যাক্সিচালককে মারধর শুরু করে বলে অভিযোগ। আরও অভিযোগ, মারধরের মাঝেই তিন জন জোর করে ট্যাক্সিচালককে গাড়িতে তুলে নিয়ে চম্পট দেয়। ট্যাক্সিচালক কোনও মতে নিজের পরিবারকে ওই খবর জানালে তাঁরা ১০০ ডায়ালে ফোন করে পুলিশকে অপহরণের খবর জানান।

পুলিশ জানিয়েছে, ট্যাক্সি চালককে উদ্ধার করা হয়েছে। গ্রেফতার করা হয়েছে ক্যাবচালককেও। শুক্রবার, দেশপ্রিয় পার্কের কাছে ঘটনাটি ঘটে। ধৃতের নাম শেখ আকবর আলি। বাড়ি বেনিয়াপুকুর এলাকার জাননগরে। শনিবার অপহৃত ট্যাক্সিচালক সুশীল দেশাইকে উদ্ধার করা হয় ধৃতের বাড়ির কাছ থেকে। তার কাছে থাকা ট্যাক্সিটিও উদ্ধার করেছে পুলিশ। তবে ধৃতের দুই সঙ্গী পলাতক।

প্রাথমিক তদন্তে পুলিশ জানিয়েছে, সুশীলবাবু যাত্রী নামিয়ে রাসবিহারী মোড়ের দিকে যাচ্ছিলেন। দেশপ্রিয় পার্কের কাছে উল্টো দিক থেকে আসা অ্যাপ ক্যাবটির সঙ্গে ধাক্কা লাগে তাঁর গাড়ির। সুশীলবাবু পুলিশকে অভিযোগে জানান, ধাক্কা লাগার পরেই আকবর মারমুখী আচরণ শুরু করে। ধাক্কায় গাড়ির ক্ষতি হয়েছে। তাই ক্ষতিপূরণ বাবদ হাজার টাকা দিতে হবে বলে আকবর সুশীলবাবুর উপরে চড়াও হয়। তিনি টাকা দিতে অস্বীকার করলে আকবর দুই সঙ্গীকে ফোন করে ডেকে আনে। এর পরে তিন জন মিলে সুশীলবাবুকে ট্যাক্সিতে তুলে নিয়ে যায়। তাঁকে অপহরণ করা হয়েছে এটা বুঝতে পেরে সুশীলবাবু এক আত্মীয়কে ফোনে জানান। ওই আত্মীয় পুলিশে ফোন করে সব জানান। পরে পুলিশ অভিযুক্তদের গ্রেফতার করে সুশীলবাবুকে উদ্ধার করে।

পুলিশের একাংশ জানিয়েছে, ঘটনার সময়ে দু’টি গাড়িতে যাত্রী ছিলেন না। তবে অ্যাপ ক্যাবের চালক যে ভাবে সঙ্গীদের ডেকে এনে ট্যাক্সিচালককে অপহরণ করে, তাতে বোঝা যায়, শহরে যাঁরা গাড়ি চালান তাঁদের অনেকের হাতেই যাত্রীরা নিরাপদ নয়।

যদিও অ্যাপ ক্যাব সংস্থাগুলির পক্ষ থেকে দাবি করা হয়েছে, তাঁরা চালকদের নিয়োগের সময়েই যাত্রীদের সঙ্গে কী ভাবে ব্যবহার করবেন, সেই নির্দেশ দেন। পাশাপাশি তাঁদের সম্পর্কে সব রকম খোঁজখবরও নেওয়া হয়। এর পরেও অভিযোগ এলে তাঁরা সেই চালককে বসিয়ে দেন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

arrest kidnap App cab driver
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE