আজ, সোমবার কালীপুজো। আলোর এই উৎসবে অগ্নিকাণ্ড বা বাজি থেকে যে কোনও রকম বিপত্তি এড়াতে নজরদারি জোরদার করছে বিধাননগর পুলিশ। বাড়তি গুরুত্ব দেওয়া হচ্ছে বহুতল এবং আবাসনগুলিতে নজরদারির উপরে। ইতিমধ্যেই পুজো কমিটি, আবাসন ও বহুতলের আবাসিক সমিতির প্রতিনিধিদের নিয়ে বৈঠক করেছে বিধাননগর পুলিশ। সরকারি বিধিনিষেধ সম্পর্কে তাঁদের লিখিত ভাবে জানানো হয়েছে। থানা এলাকাগুলিতে মাইকে প্রচারও চালাচ্ছে পুলিশ।
গত কয়েক বছরের অভিজ্ঞতায় দেখা গিয়েছে, বহুতলের ছাদে পর পর বাজি ফাটানো হয়। আর তার ফুলকি নীচে পড়ে বিপত্তি ছড়ায়। অভিযোগ, কোথাও আবাসনের গেটও বন্ধ রাখা হয়, যাতে পুলিশ সেখানে প্রয়োজনে ঢুকতে না পারে। এ বার এমন কিছু ঘটলে আইনানুগ পদক্ষেপ করা হবে বলে জানিয়েছে বিধাননগর পুলিশ।
উৎসবের সময়ে বহুতলের ছাদের ব্যবহার নিয়ন্ত্রণে পুলিশের তরফে আবেদন জানানো হয়েছে। নিউ টাউন থানা এলাকায় বহুতলের ছাদে বাজি প্রদর্শন যাতে না হয়, সেই নির্দেশ দেওয়া হয়েছে। পুলিশ জানিয়েছে, বাজি বা তার ফুলকি থেকে বিপত্তি এড়াতে সতর্কতা নিতে বলা হয়েছে। বাগুইআটি থানা এলাকায় আবাসন ও বহুতল কর্তৃপক্ষকে নির্দেশিকা পাঠিয়ে পুলিশ বলেছে, অগ্নি-সুরক্ষার দিকে নজর রাখতে। আপৎকালীন পথ যেন আটকানো না থাকে। বিল্ডিংয়ের মধ্যে, বারান্দায় যেন বাজি ফাটানো না হয়। সেই সঙ্গে শব্দবাজি, ডিজে, ফানুসের ব্যবহার না করতেও নির্দেশ দেওয়া হয়েছে। সবুজ বাজির ব্যবহারে উৎসাহ দেওয়া হয়েছে। বৈদ্যুতিক তার এবং আনুষঙ্গিক যন্ত্রপাতি ঠিক রয়েছে কিনা, তা দেখতে হবে। সাউন্ড বক্স ব্যবহার করলে নির্দিষ্ট মাত্রায় তা বাজাতে হবে। রাত দশটার পরে বাজি ফাটানো যাবে না। নিয়মভঙ্গে আইনি পদক্ষেপ করা হবে বলে জানিয়েছে বিধাননগর পুলিশ।
বিধাননগর পুলিশের এক কর্তা জানান, নির্বিঘ্নে এই উৎসব পালনের ক্ষেত্রে সুরক্ষা ও নিরাপত্তাবজায় রাখতে বাসিন্দাদের কিছু নিয়ম জানানো হয়েছে। তাঁদেরসহযোগিতা কাম্য। অসতর্কতারজেরে আগুন লেগে বিপত্তি ঘটে। সে বিষয়টি নিয়েও বাসিন্দাদের সতর্ক করা হয়েছে।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)