এক পুলিশকর্মীর স্ত্রীর অস্বাভাবিক মৃত্যুর ঘটনা ঘটেছে। পুলিশ জানিয়েছে, মৃত মহিলার নাম রুবিলা মুর্মু টুডু (৪৩)। তাঁর বাড়ি সরশুনা থানা এলাকার কাষ্ঠডাঙা রোডে। সেখানে একটি চারতলা বহুতলের তেতলায় থাকতেন ওই মহিলা। মৃতার স্বামী সরশুনা থানার কনস্টেবল। পুলিশ জানিয়েছে, বৃহস্পতিবার সকাল ৯টা নাগাদ রুবিলাকে ঘরের ভিতরে গলায় ফাঁস দিয়ে ঝুলন্ত অবস্থায় পাওয়া হয়। হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
প্রাথমিক তদন্তের পরে পুলিশ জানিয়েছে, ওই বহুতলের একটি ফ্ল্যাটে কনস্টেবল, তাঁর স্ত্রী এবং দুই সন্তান থাকতেন। এ দিন সকালে ওই পুলিশকর্মী বিদ্যাসাগর সেতুতে ডিউটি করছিলেন। ফ্ল্যাটের একটি ঘরে ছিলেন ওই দম্পতির ছেলে ও মেয়ে। অন্য ঘরে ছিলেন রুবিলা। তদন্তকারীরা জেনেছেন, এ দিন সকালে ওই মহিলার ১৮ বছরের ছেলে দেখেন, মায়ের ঘরের দরজা বন্ধ। অনেক ডাকাডাকিতেও তাঁর সাড়া না পেয়ে তিনি ফোন করেন পুলিশে কর্মরত বাবাকে। খবর দেন প্রতিবেশীদেরও।
এর পরেই সকলে মিলে ওই ঘরের বন্ধ দরজা খুলে দেখতে পান, সিলিং পাখা থেকে ঝুলছেন মহিলা। তাঁকে উদ্ধার করে বিদ্যাসাগর স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন। পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে প্রাথমিক ভাবে পুলিশ জানতে পেরেছে, রুবিলা নানা ধরনের অসুখে ভুগছিলেন। সে সবের চিকিৎসাও চলছিল। মৃত্যুর প্রকৃত কারণ জানতে দেহটি ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)