কলকাতায় পুজোর কার্নিভালের দিন অর্থাৎ ৫ তারিখ বিজেপিকে প্রতিবাদ মিছিলের অনুমতি দিল কলকাতা হাই কোর্ট।
শুক্রবার বিচারপতি বিশ্বরূপ চৌধুরীর নির্দেশ, আগামিকাল, ৫ অক্টোবর, রবিবার, বেলা ২টো থেকে বিকেল ৫টা পর্যন্ত কলেজ স্কোয়্যার থেকে ধর্মতলা পর্যন্ত মিছিল করা যাবে। সর্বাধিক ৩ হাজার লোক থাকতে পারবেন মিছিলে। চিত্তরঞ্জন অ্যাভিনিউ দিয়ে মিছিল করা যাবে না। কার্নিভাল ও বিসর্জনের জন্য নির্দিষ্ট রাস্তার বদলে বিকল্প রাস্তায় মিছিল করতে হবে।
সম্প্রতি বানভাসি শহরে কলকাতা-সহ রাজ্যে ১২ জন বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান। তার প্রতিবাদস্বরূপ মিছিলের অনুমতি চেয়ে মামলা করে বিজেপি। তাদের আইনজীবী বিল্বদল ভট্টাচার্য, কৌস্তভ বাগচী দাবি করেন, গত বছর কোর্ট চিকিৎসকদের কার্নিভালের দিনে ‘দ্রোহের কার্নিভাল’ করারঅনুমতি দিয়েছিল।
যদিও রাজ্যের দাবি, কার্নিভাল থাকায় মিছিলের ব্যবস্থা করতে অসুবিধা হবে পুলিশের। মিছিলে বাদানুবাদেও জড়়ায় দু’পক্ষ।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)