Advertisement
২০ এপ্রিল ২০২৪

চলছে উন্নয়ন, চলবে দুর্ভোগ

ব্রেস ব্রিজ থেকে বাটানগর পর্যন্ত উড়ালপুল তৈরি হচ্ছে। এর জেরে ভেঙেচুরে বেহাল দশা মহেশতলা বজবজ ট্রাঙ্ক রোডের। অভিযোগ রয়েছে মহেশতলা পুরসভার ভিতরের কয়েকটি রাস্তা নিয়েও।

দুর্দশা: এমনই পথে যাতায়াত। ছবি অরুণ লোধ।

দুর্দশা: এমনই পথে যাতায়াত। ছবি অরুণ লোধ।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ১৫ জুলাই ২০১৭ ০১:১৬
Share: Save:

চোপ, উন্নয়ন চলছে।

তাই সাধারণ মানুষকে একটু অসুবিধা মানিয়ে নিতে হবে। কিন্তু সেটা কত দিন? উত্তর জানা নেই মহেশতলা পুর কর্তৃপক্ষের।

ব্রেস ব্রিজ থেকে বাটানগর পর্যন্ত উড়ালপুল তৈরি হচ্ছে। এর জেরে ভেঙেচুরে বেহাল দশা মহেশতলা বজবজ ট্রাঙ্ক রোডের। অভিযোগ রয়েছে মহেশতলা পুরসভার ভিতরের কয়েকটি রাস্তা নিয়েও। বর্ষা শুরু হতেই তাই আরও বেশি সমস্যায় পড়ছেন পথচারীরা। এবড়োখেবড়ো রাস্তা দিয়ে গাড়ি চলাচলও কষ্টকর।

ভাঙা মহেশতলা বজবজ ট্রাঙ্ক রোডের জন্য প্রতি দিন নাকাল হতে হয় অসংখ্য মানুষকে। পথচারীদের অভিযোগ, এতেই দিনে দিনে বাড়ছে ক্ষোভ। বাটানগর থেকে রামপুর পর্যন্ত হয়েছে এই উড়ালপুলের কাজ। ব্যবসায়ীদের অভিযোগ, খুবই খারাপ অবস্থা বজবজ ট্রাঙ্ক রোডের উপরের সরকার পোলের। গর্তে ভরা ওই রাস্তা দিয়ে গাড়ি চলে বেঁকে। বৃষ্টি হলে তো কথাই নেই। প্রতি দিনই পা পিছলে পড়ে একটি-দু’টি দুর্ঘটনা ঘটছে ওই রাস্তায়। একই রকম বেহাল হয়ে রয়েছে মোল্লার গেট এলাকাও।

মহেশতলা পুর এলাকার ভিতরের বিভিন্ন রাস্তার অবস্থাও তথৈবচ। পুর কর্তৃপক্ষের কাছে বাসিন্দাদের প্রশ্ন, এখানেও কি উড়ালপুল হচ্ছে? চটা-মহিষগোট রোডে রয়েছে মহেশতলা গার্লস ও বয়েজ স্কুল। এক বাসিন্দা সেই রাস্তার কী অবস্থা জানতে এলাকায় আসুন কর্তৃপক্ষ। ভাঙাচোরা, এবড়োখেবড়ো অবস্থা চাল্কিপাড়ার রাস্তাও। মেমানপুর রোডের ছবিটা বলে দেবে কোন অবস্থার মধ্যে দিয়ে প্রতি দিন যাতায়াত করেন এলাকাবাসী।

মহেশতলা এলাকার বাসিন্দা ইন্দ্রজিৎ মজুমদার বলেন, ‘‘হেমচন্দ্র রোড, আক্রা জগন্নাথনগর প্রগতি পল্লির মতো ভিতরের রাস্তাগুলি দীর্ঘদিন ধরে অবহেলিত। পিচ রাস্তা তো নয়ই, এমনকী সিমেন্টও করা হয়নি রাস্তাগুলি।’’ আক্রা এবং নুঙ্গি স্টেশন রোডের রাস্তার অবস্থাও বেশ খারাপ।

বাসিন্দাদের অভিযোগ, মহেশতলা এলাকার খারাপ রাস্তার কারণে কমে গিয়েছে যানবাহন। আগে বজবজ ট্রাঙ্ক রোডের বজবজে আসত একটি বেসরকারি বাস। এখন সেটি ডাকঘরে না এসে ব্যানার্জিহাট বাগমারিকেই প্রান্তিক স্টপেজ করেছে। তারাতলা দিয়ে ধর্মতলার হয়ে হাওড়া যায়। বন্ধ হয়ে গিয়েছে আছিপুর থেকে ডাকঘর হয়ে ধর্মতলা যাওয়ার বাসটি।

মহেশতলা পুরসভার পুর প্রধান দুলাল দাস এই অভিযোগ মানতে নারাজ। তাঁর দাবি, ‘‘মহেশতলা বজবজ ট্রাঙ্ক রোডের উপরে উন্নয়ন চলছে। এর জন্য বেহাল দশা। তা ছাড়া ওই রাস্তা করছে কেএমডিএ। পুর এলাকার ভিতরে এক হাজারটি রাস্তা আছে। জোর দিয়ে বলতে পারি, কোনও রাস্তা খারাপ অবস্থায় নেই।’’

মহেশতলা বজবজ ট্রাঙ্ক রোড কবে মেরামতি হবে? কেএমডিএ কর্তৃপক্ষের দাবি, সরকার পোলের কাছাকাছি পাইলিং-এর কাজ হয়েছে। উড়ালপুলের কাজ শেষ হলে তবেই রাস্তা নতুন করে করা হবে। সে কাজ হতে এক বছর পেরিয়ে যাবে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Road Developmental Work Budge Budge
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE