ডিসেম্বর মাস থেকে বন্ধ করা হয়েছে চার চাকা গাড়ির চলাচল। শুধুমাত্র হেঁটে কিংবা দু’চাকার গাড়ি নিয়ে পেরোনো যাচ্ছে ওই পথ। এমন অবস্থাতেই রয়েছে রাজারহাটের চাঁদপুর পঞ্চায়েতের কাদা এলাকার সেতুটি। দ্রুত ওই সেতুটি সংস্কারের দাবিতে স্থানীয়দের একাংশ সম্প্রতি অনশন শুরু করেছিলেন। বুধবার রাজারহাট থানার পুলিশ গিয়ে আন্দোলনকারীদের সঙ্গে কথা বললে অনশন প্রত্যাহার করে নেওয়া হয়। যদিও রাতে ফের সেই আন্দোলন শুরু হয়েছে বলে খবর।
রাজারহাট পঞ্চায়েত সমিতি সূত্রে জানা গিয়েছে, সেতু সংস্কারের কাজ দ্রুত শুরু করার চেষ্টা চলছে। গ্রামীণ রাজারহাটের সঙ্গে নিউ টাউন শহরের যোগাযোগের জন্য কাদা এলাকার ওই কাঠের সেতুটিঅন্যতম ভরসা। সেই সেতুর কাঠের খুঁটিতে পচন ধরেছে।
জরাজীর্ণ সেতুটির মেরামতির দাবিতে মাসখানেক আগেই গ্রামবাসীরা প্রতিবাদ-বিক্ষোভে সরব হয়েছিলেন। সম্ভাব্য বিপদ এড়াতে ডিসেম্বর মাসে ওই সেতুতে ভারী যান চলাচল বন্ধ করার সিদ্ধান্ত নেয় প্রশাসন।
বিপজ্জনক পরিস্থিতির মধ্যেও আংশিক খোলা সেতুটি দিয়ে যাতায়াত করে ভোগান্তির শিকার হচ্ছিলেন নিত্যযাত্রী, স্কুলপড়ুয়া থেকে শুরু করে স্থানীয় কাদা, হুদোরআইট, বাগু, নয়াবাদ, শিখরপুর, ঝালগাছি–সহ বিস্তীর্ণ অঞ্চলের কয়েক হাজার মানুষ।
রাজারহাট-নিউ টাউনের বিধায়ক তাপস চট্টোপাধ্যায় জানিয়েছিলেন, উত্তর ২৪ পরগনা জেলা প্রশাসন এবং রাজারহাট পঞ্চায়েত সমিতি যৌথ ভাবে সেতুটির দ্রুত সংস্কার করবে। স্থানীয় বাসিন্দাদের একাংশের অভিযোগ, সেই কাজে এখনও তৎপরতা দেখা যাচ্ছে না। যদিও অভিযোগ মানতে নারাজ রাজারহাট পঞ্চায়েত সমিতি। তাদের কথায়, দ্রুত শুরু হবে সেতুর কাজ।
পঞ্চায়েত সমিতির সভাপতি প্রবীর কর জানান, উত্তর ২৪ পরগনা জেলা পরিষদ, রাজারহাট পঞ্চায়েত সমিতি এবং বিধায়কের তহবিলের অর্থে বেহাল সেতুটির সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে। শীঘ্রই মেরামতির কাজ শুরু হবে।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)