বয়স্কদের দীর্ঘমেয়াদি চিকিৎসার ব্যবস্থাপনা সম্পর্কে পরিজনদের প্রশিক্ষিত হতে হবে। তেমনই স্বাস্থ্য পরিষেবা প্রদানকারীদেরও আরও বেশি মাত্রায় বিষয়টি সম্পর্কে জানতে হবে। পাশাপাশি গড়ে তুলতে হবে পরিকাঠামোও। জেরিয়াট্রিক চিকিৎসার বিষয়ে এমনই কথা উঠে এল চিকিৎসকদের আলোচনায়।
শুক্রবার থেকে শহরে শুরু হয়েছে বিভিন্ন রোগের বিশেষজ্ঞ চিকিৎসকদের সম্মেলন ‘হোপকন’। সেখানেই জেরিয়াট্রিক মেডিসিনের চিকিৎসক অরুণাংশু তালুকদার-সহ অন্য চিকিৎসকেরা আলোচনা করেন বয়স্কদের দীর্ঘমেয়াদি চিকিৎসার চ্যালেঞ্জের দিকগুলি নিয়ে। অরুণাংশু বলেন, ‘‘বয়স্কদের দীর্ঘমেয়াদি চিকিৎসার বিষয়ে সুস্পষ্ট স্বাস্থ্য-নীতির ব্যবহারিক প্রয়োগ নিয়ে আলোচনা করা হল।’’ এ দিন জেরিয়াট্রিকের পাশাপাশি কার্ডিয়োলজি, ডার্মাটোলজি, নেফ্রোলজির বিষয়েও আলোচনা হয়। শুক্রবার শুরু হয়ে আগামী কাল, রবিবার পর্যন্ত চলবে এই সম্মেলন।
সম্মেলনে বিভিন্ন সুপারস্পেশ্যালিটি বিষয়ে উন্নত চিকিৎসা পদ্ধতির প্রয়োগ, সরাসরি (লাইভ) কর্মশালা, বিশেষজ্ঞদের আলোচনা, বিভিন্ন রোগীর কেস-হিস্ট্রি ভিত্তিক আলোচনা-সহ নানা দিক নিয়ে প্রায় ১২৫টি বিষয়ের উপরে থাকছে অনুষ্ঠান। দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রায় ৩০০ জন বিশেষজ্ঞ চিকিৎসক এই সম্মেলনে অংশ নিয়েছেন। আয়োজকদের তরফে চিকিৎসক তথা কলকাতা মেডিক্যাল কলেজের উপাধ্যক্ষ অঞ্জন অধিকারী বলেন, ‘‘দেশের বিভিন্ন প্রান্তেই নির্দিষ্ট সুপারস্পেশ্যালিটি বিষয়ের উপরে সম্মেলন হয়। কিন্তু সমাজ ও বিজ্ঞানের স্বার্থে সমস্ত সুপারস্পেশ্যালিটি চিকিৎসকদের এক ছাতার নীচে আসা প্রয়োজন। সেই লক্ষ্যেই এই সম্মেলন।’’
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)