অষ্টমীর সন্ধ্যায় আগুন। কলকাতার ক্যানাল ইস্ট রোডে জগন্নাথ মন্দিরের কাছে একটি বাড়িতে আগুন। বাড়ির নীচে রয়েছে একাধিক দোকান। ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের ১৩টি ইঞ্জিন।
আরও পড়ুন:
দমকল সূত্রে জানা গিয়েছে, ক্যানাল ইস্ট রোডের কাছে ওই বাড়ির একাধিক দোকানে আগুন লেগেছে। প্রায় ২,০০০ বর্গফুট এলাকা জুড়ে রয়েছে ওই দোকানগুলি। তারই কয়েকটিতে আগুন লেগেছে। অষ্টমীর সন্ধ্যায় কলকাতার রাস্তায় জনতার ঢল। এর মধ্যে আগুন লাগায় আতঙ্ক ছড়িয়েছে এলাকায়। ঘটনাস্থলে পৌঁছতে দমকল কর্মীদেরও বেগ পেতে হয়েছে।