Advertisement
২৫ এপ্রিল ২০২৪

বহির্বিভাগে আগুন, আতঙ্ক হাসপাতালে

মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ছ’টা নাগাদ একবালপুরের একটি বেসরকারি হাসপাতালের চোখের বহির্বিভাগে আগুন লাগে। দমকলের তিনটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছয়।

হাসপাতালে পৌঁছেছে দমকল। মঙ্গলবার, একবালপুরে। নিজস্ব চিত্র

হাসপাতালে পৌঁছেছে দমকল। মঙ্গলবার, একবালপুরে। নিজস্ব চিত্র

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ১০ জানুয়ারি ২০১৮ ০১:৩৯
Share: Save:

আগুন লেগে আতঙ্ক ছড়াল শহরের এক বেসরকারি হাসপাতালে।

দমকল সূত্রের খবর, মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ছ’টা নাগাদ একবালপুরের একটি বেসরকারি হাসপাতালের চোখের বহির্বিভাগে আগুন লাগে। দমকলের তিনটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছয়। মিনিট পনেরোর মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আসে। হতাহতের খবর নেই। ওই ঘরে হাসপাতালের বেশ কিছু নথি রাখা ছিল। দমকলের অনুমান, সেগুলি পুড়ে গিয়েছে।

এ দিন কর্তব্যরত এক দমকল কর্তা জানান, প্রাথমিক তদন্তের পরে জানা গিয়েছে, চক্ষু বিভাগের ওই ঘরে একটি বৈদ্যুতিক যন্ত্র থেকে ধোঁয়া বেরোচ্ছিল। তবে হাসপাতালের অগ্নিনির্বাপণ ব্যবস্থা খতিয়ে দেখা হয়েছে। সেগুলি সক্রিয়। এ দিনের ঘটনায় দমকল পৌঁছনোর আগেই হাসপাতালের কর্মীরা সেই অগ্নিনির্বাপণ যন্ত্রের সাহায্যে আগুন নেভানোর কাজ শুরু করেন।

হাসপাতাল কর্তৃপক্ষ জানান, দশতলা ভবনের দ্বিতীয় তলায় ধোঁয়া দেখা দিতেই অগ্নিনির্বাপণ যন্ত্র দিয়ে আগুন নেভানোর কাজ শুরু হয়। ভর্তি থাকা রোগীরা যাতে আতঙ্কিত হয়ে না পড়েন, সে দিকেও খেয়াল রাখা হয়। বহির্বিভাগ বিকাল চারটেয় বন্ধ হয়ে যাওয়ায় ওই সময়ে কোনও চিকিৎসক বা রোগী ছিলেন না।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

hospital Outdoor Panic
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE