Advertisement
১৬ এপ্রিল ২০২৪
Education

বেহালায় সরকারি ইংরেজি মাধ্যম স্কুলের শিলান্যাস

—প্রতীকী ছবি।

—প্রতীকী ছবি।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ১৯ জানুয়ারি ২০২১ ০৩:০৫
Share: Save:

বেহালায় একটি সরকারি ইংরেজি মাধ্যম স্কুলের শিলান্যাস হল সোমবার। এ দিন ১২৯ নম্বর ওয়ার্ডের আদর্শনগরে ওই স্কুলের শিলান্যাস করেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। তিনি বলেন, ‘‘যে ভাবে দুয়ারে সরকার পৌঁছে যাচ্ছে, সে ভাবে দুয়ারে পৌঁছে যাচ্ছে শিক্ষাও। প্রতিটি জেলায় তৈরি হচ্ছে কলেজ, বিশ্ববিদ্যালয়। ইতিমধ্যেই ১০০টির মতো সরকারি ইংরেজি মাধ্যম স্কুল তৈরি হয়েছে।’’ মন্ত্রীর কথায়, ‘‘বেহালার প্রতিটি ওয়ার্ডে প্রাথমিক বিদ্যালয় তৈরি হচ্ছে। বেশ কয়েকটি ইংরেজি মাধ্যম প্রাথমিক বিদ্যালয়ও তৈরি হয়ে গিয়েছে। তবে বাংলা মাধ্যমকে অগ্রাহ্য করে ইংরেজি মাধ্যম স্কুল হবে না।’’

উল্লেখ্য, বেহালায় ইতিমধ্যেই তিনটি সরকারি ইংরেজি মাধ্যম স্কুল চালু হয়েছে। এ দিনের অনুষ্ঠানে উপস্থিত, প্রাথমিক বোর্ড তথা সর্বশিক্ষার চেয়ারম্যান কার্তিক মান্না বলেন, ‘‘যে ইংরেজি মাধ্যম স্কুলটির শিলান্যাস হল, তার বাংলা মাধ্যম এখন চালু রয়েছে। সেই ভবনের পাশেই ইংরেজি মাধ্যম স্কুলটির বাড়ি তৈরি হবে। প্রাক্ প্রাথমিক থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত পঠনপাঠনের সুযোগ থাকবে সেখানে।’’

বেহালার বাসিন্দাদের একটা বড় অংশের বক্তব্য, তাঁদের এলাকায় মিশ্র ভাষাভাষী মানুষের বাস। বিশেষত ১২৮, ১২৯ এবং ১৩০ নম্বর ওয়ার্ডে বহু হিন্দিভাষী এবং নিম্ন মধ্যবিত্ত মানুষ থাকেন। তাঁদের অনেকেরই আর্থিক সচ্ছলতা নেই। ফলে কম খরচে ইংরেজি মাধ্যম স্কুলে ছেলেমেয়েদের পড়াতে চান তাঁরা। এক বাসিন্দার কোথায়, ‘‘বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুলে পড়ানোর খরচ বিপুল। সেই আর্থিক সামর্থ্য নেই। সরকারি ইংরেজি মাধ্যম স্কুল হলে ভাল হয়।’’

অভিভাবকদের প্রশ্ন, শিলান্যাস হওয়ার কত দিন পরে স্কুল ভবন তৈরির কাজ শেষ হবে? এই প্রসঙ্গে এ দিন পার্থবাবু বলেন, ‘‘দক্ষিণ ২৪ পরগনায় মহিলাদের জন্য সরকারি কলেজ হয়েছে। বিশ্ববিদ্যালয় হয়েছে। কাজ থেমে নেই। এই নতুন ইংরেজি মাধ্যম স্কুলের ভবন তৈরির কাজ যাতে দ্রুত শেষ হয়, সেই নির্দেশ দিয়েছি।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Partha Chatterjee Education School Behala
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE