নদিয়ার হাঁসখালিতে এক নাবালিকাকে গণধর্ষণ এবং খুনের মামলার সিবিআই তদন্তের দাবিতে দায়ের হওয়া জনস্বার্থ মামলার রায়দান সংরক্ষিত রাখল কলকাতা হাই কোর্ট। মঙ্গলবার শুনানি শেষের পর এই সিদ্ধান্তের কখা ঘোষণা করেছে প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব এবং বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চ।
রাজ্যের তরফে যিনি আইনজীবী, তাঁকে দুই বিচারপতির বেঞ্চ নির্দেশ দিয়েছে, হাঁসখালি-কাণ্ড নিয়ে আরও কোনও বক্তব্য থাকলে রায় ঘোষণার আগে তা লিখিত ভাবে জানাতে। বুধবার এই মামলার রায় ঘোষণা করতে পারে আদালত।
হাঁসখালির ঘটনার প্রেক্ষিতে মঙ্গলবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যা বলেছেন, তা আদালতের কাছে তুলে ধরেন জনস্বার্থ মামলাকারীর আইনজীবী সুস্মিতা সাহা দত্ত। তিনি জানান, নির্যাতিতার মা বলছেন এটা গণধর্ষণ। পুলিশের তরফেও গণধর্ষণের মামলা রুজু করা হয়েছে। তাঁর আবেদন, ‘‘সিবিআইকে দেওয়া হোক মামলার তদন্তের ভার। কী ভাবে দেহ পোড়ানো হল?’’ হাঁসখালি থানার আইসি-র বিরুদ্ধে প্রথমে এফআইআর না নেওয়ার অভিযোগের কথাও বলেন তিনি। পাশাপাশি সুস্মিতার অভিযোগ, যে জায়গায় দাহ করা হয়েছে, জল দিয়ে সেই জায়গাও ধুয়ে ফেলা হয়েছে। এ প্রসঙ্গে প্রধান বিচারপতি রাজ্যের কৌঁসুলিকে প্রশ্ন করেন, ‘‘যেখানে সৎকার করা হয়েছিল সেখানে গিয়ে আপনারা কী কোনও তদন্ত করেছিলেন?’’
আর এক জনস্বার্থ মামলায় আইনজীবী অনিন্দ্যসুন্দর দাসের হয়ে আইনজীবী ফিরোজ এডুলজি সওয়াল করেন। তাঁর দাবি, ‘‘৩৭৫ ধারায় অভিযোগ আনা হোক, কারণ নির্যাতিতা নাবালিকা। রবিবার অভিযুক্তেরা গ্রেফতার হয়েছে। এই অবস্থায় ১৫ দিনের মধ্যে তদন্ত শুরু না হলে প্রমাণ নষ্ট হয়ে যেতে পারে। সেন্ট্রাল ফরেন্সিক রিসার্চ ল্যাবরেটরি (সিএফউসিএল)-কে ডাকা হোক।’’ ঘটনার সাক্ষীদের নিরাপত্তা সুনিশ্চিত করার পাশাপাশি কেস ডায়েরি আদালতে আনারও দাবি জানান তিনি।