Advertisement
১৯ মে ২০২৪
Jadavpur University

Jadavpur University: ভর্তি নিয়ে যাদবপুরের প্রস্তাব নাকচ

এ বার কলেজ-বিশ্ববিদ্যালয়ে ভর্তির ক্ষেত্রে প্রবেশিকা পরীক্ষা নেওয়া যাবে না বলে জানিয়েছিল উচ্চশিক্ষা দফতর।

ফাইল চিত্র।

ফাইল চিত্র।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ৩০ জুলাই ২০২১ ০৭:৫৪
Share: Save:

যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ভর্তির ক্ষেত্রে গ্রুপ ডিসকাশন অথবা ইন্টারভিউ নেওয়ার যে প্রস্তাব উচ্চশিক্ষা দফতরে পাঠানো হয়েছিল, তা নাকচ করে দিয়েছে ওই দফতর।

এ বার কলেজ-বিশ্ববিদ্যালয়ে ভর্তির ক্ষেত্রে প্রবেশিকা পরীক্ষা নেওয়া যাবে না বলে জানিয়েছিল উচ্চশিক্ষা দফতর। ভর্তি নিতে হবে শুধু শেষ পরীক্ষার ফলের ভিত্তিতে। কিন্তু যাদবপুরের বিজ্ঞান বিভাগের ভর্তি কমিটির বৈঠকে প্রস্তাব উঠেছিল, ভর্তির ক্ষেত্রে পড়ুয়াদের প্রাপ্ত নম্বরকে ৮০ শতাংশ গুরুত্ব (ওয়েটেজ) দেওয়া হোক। দ্বাদশ শ্রেণির সঙ্গে দশম শ্রেণির প্রাপ্ত নম্বরকেও গুরুত্ব দেওয়া যেতে পারে। বাকি ২০ শতাংশ নম্বর অনলাইনে বা ফোনে গ্রুপ ডিসকাশন অথবা ইন্টারভিউয়ের মাধ্যমে যাচাই করে দেওয়ার প্রস্তাব ওঠে। বিশেষ করে, যদি একাধিক পড়ুয়া শেষ পরীক্ষায় একই নম্বর পেয়ে থাকেন।

এর আগে প্রবেশিকা বন্ধের নির্দেশ নিয়ে যাদবপুরের শিক্ষক সমিতি (জুটা) শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর কাছে প্রতিবাদ জানিয়েছিল। বৃহস্পতিবার জুটার সাধারণ সম্পাদক পার্থপ্রতিম রায় বলেন, ‘‘ভর্তি কমিটির সিদ্ধান্ত অনুযায়ী প্রবেশিকা পরীক্ষা নিতে না দিয়ে রাজ্য সরকার বিশ্ববিদ্যালয়ের স্বাধিকারের উপরে আঘাত হানল।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Jadavpur University Admission
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE