আসন্ন ছটপুজো উপলক্ষে গঙ্গার ঘাট ও শহরের বিভিন্ন পুকুরে নিরাপত্তা, শৃঙ্খলা এবং দূষণ নিয়ন্ত্রণে যথাযথ ব্যবস্থা নিতে আধিকারিকদের মধ্যে দায়িত্ব ভাগ করে দিলেন কলকাতা পুর কর্তৃপক্ষ। শহরের সব বরো থেকে নির্বাচিত শতাধিক আধিকারিক ও কর্মীকে এ কাজে নিয়োগ করা হয়েছে।
পুরসভা সূত্রের খবর, এ বছর ১০০টিরও বেশি ঘাট ও পুকুরে ছটপুজোর আচার পালিত হবে। এই বিশাল এলাকা জুড়ে যাতে নির্বিঘ্নে পুরো অনুষ্ঠান মেটে, সেই লক্ষ্যেই পুরসভা প্রশাসনিক দায়িত্ব বণ্টন করেছে। প্রতিটি ঘাটে আলাদা ভাবে নিযুক্ত করা হয়েছে একাধিক বিভাগীয় আধিকারিক— যেমন সিভিল ইঞ্জিনিয়ারিং, বিল্ডিং, পার্কস অ্যান্ড স্কোয়ার্স, রাস্তা, নিকাশি, জল সরবরাহ, আলো, বাজার ও স্বাস্থ্য দফতরের প্রতিনিধিদের। তাঁদের সঙ্গে থাকবেন সাফাইকর্মী, জল ট্যাঙ্কারের চালক, বিদ্যুৎ ও আলো বিভাগের কর্মী এবং প্রয়োজন মতো সহায়ক দল।
গঙ্গার ঘাটে ও শহরের বিভিন্ন জলাশয়ে নিরাপত্তা, ভক্তদের সুবিধা ও পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করতে তৈরি করা হচ্ছে অস্থায়ী শৌচাগার ও পোশাক পরিবর্তন কক্ষ। থাকছে পর্যাপ্ত আলো ও ব্যারিকেড। প্রতিটি ঘাটে থাকবে বিশেষ দল, যারা পুজোর আগে ও পরে ঘাট পরিষ্কার রাখবে। নাগরিকদের অনুরোধ করা হয়েছে, পুজো শেষে ফুল, বাঁশ, কাপড় বা অন্য বর্জ্য নির্দিষ্ট স্থানে ফেলার জন্য।
পুরসভা জানিয়েছে, এ বছর ২৭ ও ২৮ অক্টোবর শহরের ঘাটগুলিতে নিরবচ্ছিন্ন নজরদারি চলবে। প্রথম দিন বিকেল থেকে রাত, পরের দিন ভোর থেকে সকাল পর্যন্ত পুর আধিকারিকেরা নিজের নিজের দায়িত্বপ্রাপ্ত ঘাটে থাকবেন।
এক উচ্চপদস্থ পুর আধিকারিকের কথায়, “আমরা চাই, নাগরিকেরা নির্বিঘ্নে পুজো করুন, শহরের পরিবেশ ও পরিকাঠামো অক্ষত থাকুক। তাই আগে থেকেই দায়িত্ব ভাগ করা হয়েছে।” আধিকারিকেরা সরাসরি পুরসভার কন্ট্রোল রুমে রিপোর্ট করবেন ও উৎসব চলাকালীন অপ্রীতিকর ঘটনা ঘটলে দ্রুত ব্যবস্থা নেবেন।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)