Advertisement
০৪ মে ২০২৪
KMC Election 2021

KMC Election 2021: ৪৫ নম্বর ওয়ার্ডে মুখোমুখি কংগ্রেস ও তৃণমূল প্রার্থী, বচসা, হাতাহাতিরও অভিযোগ

কংগ্রেস প্রার্থী সন্তোষ পাঠক ও তৃণমূল প্রার্থী শক্তিপ্রতাপ সিংহ মুখোমুখি চলে আসেন। উভয় পক্ষেরই অভিযোগ, প্রতিপক্ষ বহিরাগতদের নিয়ে ঘুরছে।

৪৫ নম্বর ওয়ার্ডে উত্তেজনা, হাতাহাতি।

৪৫ নম্বর ওয়ার্ডে উত্তেজনা, হাতাহাতি। নিজস্ব চিত্র।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ১৯ ডিসেম্বর ২০২১ ০৯:১৪
Share: Save:

কলকাতায় পুরভোট শুরু হতেই শুরু বিক্ষিপ্ত উত্তেজনা, অভিযোগ পাল্টা অভিযোগ। কোথাও ভুয়ো ভোটার তো কোথাও সিসিটিভি বিকল থাকার অভিযোগ উঠছে। এরই মধ্যে শহরের ৪৫ নম্বর ওয়ার্ডে মুখোমুখি তৃণমূল ও কংগ্রেস প্রার্থী। বচসা, হাতাহাতির অভিযোগ। পুলিশ দু’পক্ষকে সরিয়ে দিলেও এলাকায় উত্তেজনা রয়েছে।

পুরভোটের ভোটগ্রহণ চলছে কলকাতায়। ভোট চলাকালীন পুরসভার ৪৫ নম্বর ওয়ার্ডের কংগ্রেস প্রার্থী সন্তোষকুমার পাঠক ও তৃণমূল প্রার্থী শক্তিপ্রতাপ সিংহ মুখোমুখি চলে আসেন। উভয় পক্ষেরই অভিযোগ, প্রতিপক্ষ নিয়ম ভেঙে বহিরাগতদের নিয়ে এলাকায় ঘুরছেন। এর পরই দু’জনের মধ্যে বচসা বেধে যায়। অভিযোগ ওঠে হাতাহাতিরও। পুলিশের সঙ্গেও বচসায় জড়ান কংগ্রেস প্রার্থী সন্তোষ পাঠক। তৃণমূল প্রার্থী অভিযোগ করেন, তাঁকে কংগ্রেস আশ্রিত দুষ্কৃতীরা মারধর করেছে। পুলিশ দু’পক্ষকে দূরে সরিয়ে দেয়। এলাকায় উত্তেজনা রয়েছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

KMC Election 2021 KMC Polls 2021 Congress TMC
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE