নিকাশি সংযোগের কাজ করতে গিয়ে দুষ্কৃতীদের হাতে প্রহৃত হলেন কলকাতা পুরসভা নিযুক্ত ঠিকাদার সংস্থার কর্মীরা। অভিযোগ, সোমবার সকাল ৮টা নাগাদ কসবার গুলশন কলোনি এলাকায় নিকাশি লাইনের কাজ করতে যান ওই কর্মীরা। সেখানে তাঁদের কাজে বাধা দেওয়া হয় বলে অভিযোগ। যা নিয়ে জনা পঁচিশ স্থানীয় যুবকের সঙ্গে ওই কর্মীদের বচসা বেধে যায়। সেই বচসা গড়ায় হাতাহাতিতে। অভিযোগ, পুরসভার পে-লোডারের কাচ ভেঙে ফেলা হয়। শুধু তা-ই নয়, রড নিয়ে এক কর্মীকে আঘাত করতে গেলে তিনি কোনও মতে পাশের বাড়িতে ঢুকে পড়ে প্রাণ বাঁচান। এই ঘটনায় চার জন আহত হন।
এই ঘটনা প্রসঙ্গে মেয়র ফিরহাদ হাকিম বলেন, ‘‘যারা কর্মরত কর্মীদের গায়ে হাত দিয়েছে, তারা চরম অন্যায় করেছে। এই নিন্দনীয় ঘটনা কোনও ভাবেই বরদাস্ত করা হবে না। অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে পুরসভার তরফে পুলিশে অভিযোগ দায়ের করা হয়েছে।’’ পুরসভার তরফে এ দিন বিকেলেই গুলশন কলোনিতে হামলার ঘটনায় আনন্দপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। যার ভিত্তিতে একটি মামলা রুজু করার প্রক্রিয়া শুরু করেছে পুলিশ। জানা
গিয়েছে, এ দিন সকাল ৮টা নাগাদ হামলার ঘটনা ঘটে। খবর পেয়ে ঘটনাস্থলে যায় আনন্দপুর থানার বিশাল পুলিশবাহিনী। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে পাঠানো হয় ডিভিশনের অতিরিক্ত বাহিনী।
সূত্র মারফত জানা গিয়েছে, ওই এলাকায় সিন্ডিকেটের অন্যতম এক মাথা এবং তার দলবলের বিরুদ্ধে এই হামলার অভিযোগ উঠেছে। ওই মাথার বিরুদ্ধে এর আগেও এলাকায় একাধিক বেআইনি নির্মাণের অভিযোগ উঠেছে। কাজের বরাত পাওয়াকে কেন্দ্র করেই এ দিনের হামলা বলে প্রাথমিক ভাবে মনে করছে পুলিশ।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)