ম্যাচ চলাকালীন ইডেন গার্ডেন্স স্টেডিয়ামে বসেই বেটিং চক্র চালানোর অভিযোগ উঠল একদল যুবকের বিরুদ্ধে। ঘটনায় ইতিমধ্যে তিন অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতদের নাম আলতাফ খান, অঙ্কুশ রাজ এবং পটেল পিঙ্কল কুমার। ধৃতেরা কেউই পশ্চিমবঙ্গের বাসিন্দা নন। তাঁদের বাড়ি মহারাষ্ট্র, বিহার এবং গুজরাতে। তাঁরা ভিন্রাজ্য থেকে এসে বেটিং চক্র চালাচ্ছিলেন বলে অভিযোগ।
তিন দিন সম্পূর্ণ হওয়ার আগেই, রবিবার দুপুরে ইডেনে গুটিয়ে গিয়েছে ভারত-দক্ষিণ আফ্রিকার টেস্ট ম্যাচ। পুলিশ সূত্রে খবর, শনিবার ম্যাচ চলাকালীন কয়েক জন ব্যক্তি ইডেনের স্টেডিয়ামে বসে মোবাইলের মাধ্যমে বেটিং চালাচ্ছিলেন। গোপন সূত্র মারফত সেই খবর পায় পুলিশ। সেই তথ্যের ভিত্তিতে লালবাজারের গুন্ডাদমন শাখা এবং গোয়েন্দা বিভাগের আধিকারিকদের একটি দল ইডেন গার্ডেন্সে হানা দেয় শনিবার। পুলিশের কাছে খবর ছিল, ইডেনের গ্যালারির ‘এফ ১’ ব্লকে বসে কয়েক জন ব্যক্তি এই বেটিং চক্র চালাচ্ছেন। ওই ব্লকে তল্লাশি চালিয়ে তিন জনকে আটক করে পুলিশ।
লালবাজার সূত্রে খবর, মোবাইলে বেশ কিছু অ্যাপ ব্যবহার করে তাঁরা বেটিং চালাচ্ছিলেন। এর জন্য ‘বিআর৩৬৫’, ‘আর৭৭৭’, ‘১এক্সবুক’-এর মতো কিছু অ্যাপ ওই চক্র ব্যবহার করছিল বলে অভিযোগ। ঘটনায় তিন অভিযুক্তকে পাকড়াও করা হলেও আরও কয়েক জন এর সঙ্গে জড়িত থাকতে পারেন বলে সন্দেহ করছেন আধিকারিকেরা। ধৃতদের মধ্যে আলতাফের বাড়ি মহারাষ্ট্রে, অঙ্কুশ বিহারের বাসিন্দা এবং পটেলের বাড়ি গুজরাতে। পুলিশ জানাচ্ছে, ধৃতেরা ক্রিকেট ম্যাচ চলাকালীন দেশের বিভিন্ন শহরে ঘুরে ঘুরে বেটিং চক্র চালাতেন।
আরও পড়ুন:
বেটিং চক্রে জড়িত সন্দেহে ধৃতদের থেকে ইতিমধ্যে মোবাইল বাজেয়াপ্ত করেছে পুলিশ। ওই মোবাইলে বেশ কিছু সন্দেহজনক লেনদেন এবং লেনদেনের ‘স্ক্রিনশট’ তদন্তকারীদের নজরে এসেছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ পর্বের পরে ময়দান থানায় এফআরআই রুজু করে তিন জনকে গ্রেফতার করেছে পুলিশ।