মোটের উপর ভালয় ভালয় কেটে গিয়েছে পুজো। তবে দশমীর সকাল থেকেই কলকাতার আকাশের মুখভার। বৃহস্পতিবার দফায় দফায় বৃষ্টি হচ্ছে উত্তর থেকে দক্ষিণ কলকাতায়। ‘মায়ের বিদায়বেলায়’ আরও বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর। রাতে কলকাতার কিছু অংশে ভারী বৃষ্টি হতে পারে। কারণ, বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপ।
ক্রমশ শক্তি বাড়িয়ে ঘনীভূত হচ্ছে নিম্নচাপ। বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপটি মঙ্গলবার সন্ধ্যায় আছড়ে পড়বে ওড়িশার গোপালপুর উপকূলে। এর প্রভাবে ভারী বৃষ্টির আশঙ্কা উত্তরবঙ্গের সমস্ত জেলায়। দক্ষিণবঙ্গেও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। বৃহস্পতিবার সন্ধ্যা থেকে বৃষ্টি বাড়তে পারে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের কয়েকটি জেলাতেও।
হাওয়া অফিস জানাচ্ছে, বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সন্ধ্যা থেকে শুক্রবার সকাল পর্যন্ত কলকাতায় হালকা এবং বিক্ষিপ্ত বৃষ্টি এবং ঝোড়ো হাওয়া বইবে। তবে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামের কিছু জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। বৃহস্পতিবার সন্ধ্যা থেকে শুক্রবার সকাল পর্যন্ত ৭ থেকে ২০ সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা।
আরও পড়ুন:
আবহবিদেরা জানিয়েছেন, পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরের উপর অবস্থিত নিম্নচাপটি বৃহস্পতিবার সন্ধ্যার মধ্যে উত্তর এবং উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে ওড়িশা এবং অন্ধ্রপ্রদেশ উপকূল অতিক্রম করবে। এর প্রভাবে ভিজবে উত্তর ও দক্ষিণবঙ্গ। ভারী বৃষ্টি হতে পারে কলকাতা, উত্তর ২৪ পরগনা, হুগলি, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া জেলার কিছু জায়গায়।
অন্য় দিকে, উত্তরবঙ্গের জেলাগুলিতে ইতিমধ্যে বৃষ্টি শুরু হয়েছে। আগামী ২৪ ঘণ্টায় উত্তরবঙ্গের সমস্ত জেলায় ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা।