সিঙ্গুর আন্দোলনের মোড় ঘোরানো ঘটনার অন্যতম তাপসী মালিকের মৃত্যু। সেই তাপসীর মৃত্যুবার্ষিকীতে তাঁকে স্মরণ করে আরও একবার দিল্লিতে চলতি কৃষক আন্দোলনের পাশে থাকার বার্তা দিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
শুক্রবারই তাপসী মালিকের মৃত্যুদিন। মমতা লিখলেন, ‘তাপসী মালিককে তাঁর মৃত্যুবার্ষিকীতে স্মরণ করি। ২০০৬ সালে কৃষক আন্দোলনের মুখ তাপসী মালিককে ধর্ষণ করে খুন করা হয় এই দিনটিতে। তাঁর মৃত্যুবার্ষিকীতে আমি আরও একবার তাপসী মালিককে স্মরণ করে প্রতিবাদরত কৃষকদের সমর্থন জানাই’।
কৃষিজমি অধিগ্রহণ বিরোধী আন্দোলন শুরু হওয়ার পর ২০০৬ সালের ১৮ ডিসেম্বর ভোরে বাজেমেলিয়ায় টাটার প্রকল্প এলাকায় একটি বড়সড় উনুনের মতো গর্তের খোঁজ মেলে। যার মধ্যে থেকে তাপসী মালিকের অর্ধদগ্ধ দেহ উদ্ধার করা হয়। যখন গ্রামবাসীরা সেই দেহ উদ্ধার করেন, তখনও সেখানে ধোঁয়া বেরোচ্ছিল। ঘটনায় শিউরে ওঠে গোটা দেশ।