দুর্গাপ্রতিমার বিসর্জনের পথে দুর্ঘটনা। মৃত্যু হল কলকাতার যুবকের। আলিপুরের রাস্তায় হাইটবারে ধাক্কা খেয়ে তাঁর মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। ওই যুবক বিসর্জনের লরির একেবারে মাথায় উঠে বসেছিলেন। হাইটবারের সঙ্গে সংঘর্ষে তাঁর মাথায় আঘাত লাগে। দ্রুত উদ্ধার করে যুবককে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। কিন্তু বাঁচানো যায়নি।
আরও পড়ুন:
কলকাতার বেহালার বাসিন্দা উৎসব চট্টোপাধ্যায় পেশায় ড্রামার ছিলেন। নিজেদের পাড়ার পুজোর প্রতিমা নিরঞ্জনের উদ্দেশ্যে বৃহস্পতিবার রাতে সকলের সঙ্গে তিনিও লরিতে উঠে বসেছিলেন। আলিপুরের রাস্তা দিয়ে লরি যাচ্ছিল বাবুঘাটের দিকে। চিড়িয়াখানার কাছে একটি হাইটবারে আচমকা দুর্ঘটনা ঘটে। লরির উপরে বসে থাকা যুবকের মাথা হাইটবারে ধাক্কা খায়। তৎক্ষণাৎ লরি থামিয়ে দেওয়া হয়েছিল। কিন্তু বিপদ আটকানো যায়নি।
রক্তাক্ত অবস্থায় রাত ১২টার পর ওই যুবককে নিয়ে যাওয়া হয় এসএসকেএম হাসপাতালে। সেখানে চিকিৎসা শুরু হয়েছিল। কিন্তু চিকিৎসা চলাকালীন তাঁর মৃত্যু হয়। যুবকের সঙ্গে যাঁরা ছিলেন, তাঁদের অভিযোগ, রাস্তায় হাইটবারের সামনে আলো পর্যাপ্ত ছিল না। তা দুর্ঘটনার অন্যতম কারণ। আলো থাকলে দুর্ঘটনাটি হয়তো এড়ানো যেত। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। তবে যুবকের পরিবারের তরফে এখনও এই ঘটনায় কোনও অভিযোগ দায়ের করা হয়নি। কলকাতা এবং শহরতলির অধিকাংশ পুজোমণ্ডপ থেকেই প্রতিমা বৃহস্পতিবার বিসর্জন দিয়ে দেওয়া হয়েছে। বাবুঘাটে তার জন্য বিশেষ সতর্কতা এবং নজরদারির বন্দোবস্ত করা হয়েছিল। কিছু বড় পুজোয় এখনও প্রতিমা নিরঞ্জন হয়নি। রবিবার রেড রোডে পুজোর কার্নিভাল অনুষ্ঠিত হবে।