প্রৌঢ়ার পিছু নিয়েছেন অভিযুক্ত। ছবি: ভিডিয়ো থেকে।
ডেলিভারি বয় সেজে বাড়িতে ঢুকে প্রৌঢার চেন ছিনতাইয়ের অভিযোগ এক যুবকের বিরুদ্ধে। প্রৌঢ়া বাধা দিতে গেলে তাঁর মাথায় আঘাত করারও অভিযোগ উঠেছে। কলকাতার বরাহনগরের ঘটনা। গোটা ঘটনা ধরা পড়েছে সিসি ক্যামেরায়। সেই ফুটেজ দেখে তদন্তে নেমেছে বরাহনগর পুলিশ।
সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে, বরাহনগরে সরু গলি দিয়ে নিজের বাড়ি ঢুকছেন ওই প্রৌঢ়া। পিছনে পিছনে ঢুকছেন ওই যুবক। ডেলিভারি বয়ের পোশাক পরে রয়েছেন তিনি। হাতে ঝুলছে একটি থলে। মুখ ঢাকা রয়েছে রুমালে। মাথায় একটি টুপি রয়েছে। ফুটেজে দেখা গিয়েছে, প্রৌঢ়ার পিছন পিছন বাড়ির ভিতরে ঢোকেন যুবক। তার পর সিঁড়ি দিয়ে ওঠার সময় প্রৌঢ়ার চেন ছিনতাইয়ের চেষ্টা করেন। প্রৌঢ়া বাধা দিতে গেলে তাঁকে আঘাত করেন। এর পর চেন ছিনিয়ে পালিয়ে যান তিনি। অভিযুক্ত বাইকে চেপে এসেছিলেন বলে জেনেছে পুলিশ।
প্রৌঢ়ার মেয়ে নিশা গোস্বামী জানিয়েছেন, তাঁরা মা পুনু গোস্বামী শনিবার সকাল সাড়ে ১০টা নাগাদ বাজার থেকে ফিরছিলেন। প্রবেশের মুখে যুবক তাঁকে জিজ্ঞেস করেন, ওই বাড়িতে কি অনেক ফ্ল্যাট রয়েছে। এর পরেই সিড়ি দিয়ে ওঠার সময় প্রৌঢ়ার গলার চেন ছিনতাইয়ের চেষ্টা করেন। তিনি বাধা দিলে ইট দিয়ে মাথায় মারেন। নিশার দাবি, তাতেও থামেননি যুবক। দেওয়ালে প্রৌঢ়ার মাথা ঠুকে দেন। তিনি পড়ে যাওয়ার পর পালিয়ে যান অভিযুক্ত। ঘটনায় তদন্ত শুরু করেছে পুলিশ।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy