গার্ডেনরিচ গণধর্ষণ-কাণ্ডে এক অভিযুক্তের গ্রেফতারির ২৪ ঘণ্টা পরেও নতুন করে কাউকে গ্রেফতার করতে পারল না পুলিশ। যদিও শুক্রবার রাত পর্যন্ত খবর, গণধর্ষণের ধারা যুক্ত রেখেই তদন্ত চালাচ্ছে লালবাজার। এই ঘটনায় একমাত্র ধৃত আসগর শাহকে এ দিন আলিপুর আদালতে তোলা হলে বিচারক তাকে ১৭ জুলাই পর্যন্ত পুলিশি হেফাজতে রাখার নির্দেশ দেন।
গার্ডেনরিচের পাহাড়পুর রোডে বছর ছাব্বিশের এক তরুণীর ফ্ল্যাটে ঢুকে তাঁকে গণধর্ষণের পরে সেই বাড়ি থেকে ১৫ লক্ষ টাকা লুটের অভিযোগ সামনে আসে বুধবার। মামলার গুরুত্ব বুঝে দ্রুত কিনারা করতে সাত সদস্যের বিশেষ তদন্তকারী দল তৈরি করে লালবাজার। বৃহস্পতিবার দুপুরে মূল অভিযুক্ত সন্দেহে বছর ছাব্বিশের আসগরকে গার্ডেনরিচের বাতিকল লেন থেকে গ্রেফতার করে পুলিশ। ধৃতকে জিজ্ঞাসাবাদ করে জানা যায়, অভিযোগকারী তরুণীর সঙ্গে গত আড়াই বছর
ধরে প্রণয়ের সম্পর্ক ছিল তার। কিন্তু তরুণীর পরিবার থেকে সেই সম্পর্ক মেনে নেওয়া হয়নি। আসগরের সঙ্গে যাতে যোগাযোগ না রাখতে পারেন, তার জন্য তরুণীকে তালাবন্ধ অবস্থায় রেখে পারিবারিক ব্যবসার কাজে যেতেন তাঁর বাবা-মা ও ভাই। গত মঙ্গলবার এমনই তালাবন্ধ থাকাকালীন আসগর তরুণীর ফ্ল্যাটে ঢুকে হাত-পা বেঁধে তাঁকে ধর্ষণ করে বলে অভিযোগ ওঠে। আসগরের সঙ্গে এই ঘটনায় আরও তিন জন যুক্ত ছিল বলে পুলিশের কাছে অভিযোগ জানিয়েছিলেন তরুণী।