প্রাক্ বড়দিন রবিবার হওয়া সত্ত্বেও ১০৪টি মেট্রো বাড়তি চলেছিল। তবে ৩১ ডিসেম্বর মেট্রোয় ট্রেনের সংখ্যা বাড়ছে না। আজ, রবিবার মোট ১৩০টি ট্রেন চালাবেন মেট্রো কর্তৃপক্ষ। বছরের শেষ দিনে ভিড়ের আশঙ্কায় একাধিক স্টেশনে বাড়তি নিরাপত্তা থাকলেও ট্রেনের সংখ্যা বা পরিষেবার সময়, কিছুই বাড়ানো হচ্ছে না। ২৪ ডিসেম্বর টেট পরীক্ষা ও ব্রিগেডে গীতা পাঠের আসর থাকায় মেট্রোর সংখ্যা বাড়িয়ে ২৩৪টি করা হয়েছিল। আজ, বর্ষশেষে পার্ক স্ট্রিট, এসপ্লানেড, রবীন্দ্র সদন, দমদম, দক্ষিণেশ্বরের মতো স্টেশনে ভিড়ের আশঙ্কা রয়েছে। কর্তৃপক্ষের দাবি, ওই সব স্টেশনে অতিরিক্ত বুকিং কাউন্টার, বাড়তি স্মার্ট কার্ড ও টোকেনের ব্যবস্থা থাকছে। পার্ক স্ট্রিট, ময়দান, এসপ্লানেড স্টেশনে থাকবেন অতিরিক্ত রক্ষীও। গত বছর বছরের এই শেষ দিনে এসপ্লানেডে ১ লক্ষ ১০ হাজার, পার্ক স্ট্রিটে ৭১ হাজার, ময়দানে ৫৫ হাজার যাত্রী হয়েছিল। ভিড়ের কথা ভেবে রাজ্য পরিবহণ নিগম বেশ কয়েকটি রুটে অতিরিক্ত বাস চালাচ্ছে। অথচ মেট্রোর সংখ্যা কেন বাড়ানো হল না, সেই প্রশ্ন উঠছে। মেট্রো কর্তারা এ নিয়ে মুখ খুলতে চাননি।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)