দিনের বেলাতেও কোথাও রাস্তার বাতিস্তম্ভের আলো জ্বলছে, কোথাও আবার রাতে আলো জ্বলছে না। কোনও জায়গায় আবার সারা রাত অলিগলিতে রাস্তার বাতিস্তম্ভের পাশাপাশি বাহারি আলোও জ্বলছে।
শহরে এমন ছবি অনেক বার দেখা গিয়েছে। সেই ছবিটাই বদলাতে পরিকল্পনা নিয়েছেন হিডকো এবং নিউ টাউন কলকাতা ডেভেলপমেন্ট অথরিটি বা এনকেডিএ কর্তৃপক্ষ। ইতিমধ্যে নিউ টাউনে প্রায় অধিকাংশ ক্ষেত্রেই এলইডির ব্যবহার করা হচ্ছে। এ বার একটি জায়গা থেকে শহরের সমস্ত বাতিস্তম্ভের আলো নিয়ন্ত্রণ করা হবে। তার ফলে এক দিকে যেমন বিদ্যুৎ অপচয় বন্ধ হবে, তেমনই শক্তি সংরক্ষণেও বিশেষ কাজ দেবে বলেই মনে করছেন কর্তৃপক্ষ।
সল্টলেকের পাঁচ নম্বর সেক্টর থেকে হলদিরাম পর্যন্ত মূল রাস্তার পাশাপাশি আরও একাধিক গুরুত্বপূর্ণ রাস্তা রয়েছে নিউ টাউনে। সে সব রাস্তায় দিন-রাতে গাড়ির চাপ থাকে। এর পাশাপাশি বিভিন্ন ব্লকের ভিতরেও বহু রাস্তা রয়েছে। অপেক্ষাকৃত ভাবে সেই রাস্তায় গাড়ির চাপ কম। এ ছাড়াও সৌন্দর্যায়নের নিরিখে বাহারি আলোও রয়েছে রাস্তার মাঝে অথবা ধারে।