Advertisement
১৯ মে ২০২৪
জয়রামবাটীর বাস

ঠায় দাঁড়িয়ে আড়াই ঘণ্টা, এলই না সে

আস্ত দু’টি বাসই উধাও! কোনও ম্যাজিকে নয়। ঢাকঢোল পিটিয়ে উদ্বোধনের পরের দিনই বেলুড় মঠ থেকে জয়রামবাটী-কামারপুকুর যাওয়ার দু’টি সরকারি বাসের একটিরও দেখা মিলল না।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ২৮ নভেম্বর ২০১৬ ০২:১৭
Share: Save:

আস্ত দু’টি বাসই উধাও! কোনও ম্যাজিকে নয়। ঢাকঢোল পিটিয়ে উদ্বোধনের পরের দিনই বেলুড় মঠ থেকে জয়রামবাটী-কামারপুকুর যাওয়ার দু’টি সরকারি বাসের একটিরও দেখা মিলল না। ভোর থেকে রাস্তায় দাঁড়িয়ে থাকার পরে নিরাশ হয়ে ফিরে আসতে হল যাত্রীদের। এমনকী, রবিবার বাস না আসার নির্দিষ্ট কোনও কারণও বলতে পারেননি পরিবহণ কর্তারা। এ দিন তাঁরা শুধু বলেছেন, ‘‘আগামীকাল (সোমবার) থেকে চলবে।’’

শনিবার সকালে বেলুড় মঠ স্ট্যান্ড থেকে সূচনা হয়েছিল কামারপুকুর-জয়রামবাটী যাওয়ার দু’টি শীতাতপ নিয়ন্ত্রিত বাসের। জানানো হয়েছিল, ভাড়া হবে মাথাপিছু ১৫০ টাকা। প্রতিদিন সকাল ৬টা এবং ৭টায় বাস দু’টি বেলুড় মঠ থেকে ছাড়বে এবং রাতে ফিরে আসবে। সেই মতো রবিবার ভোর সাড়ে পাঁচটা থেকে বেশ কয়েক জন যাত্রী বেলুড় মঠ স্ট্যান্ডে গিয়ে বাসের জন্য দাঁড়িয়ে ছিলেন। কিন্তু আড়াই ঘণ্টা অপেক্ষা করার পরেও বাস আসেনি।

কিন্তু শনিবার খোদ পরিবহণমন্ত্রী শুভেন্দু অধিকারী শীতাতপ নিয়ন্ত্রিত বাস দু’টি উদ্বোধন করার পরেও রবিবার সকালে নির্দিষ্ট সময়ে বেলুড় মঠে তা এল না কেন? রাজ্য পরিবহণ নিগমের ম্যানেজিং ডিরেক্টর নারায়ণস্বরূপ নিগম রবিবার বিকেলে বলেন, ‘‘বিষয়টি খোঁজ নিয়ে দেখতে হবে। তবে আগামীকাল থেকে চলবে, এটুকু বলতে পারি।’’

এ দিন সন্ধ্যায় পরিবহণমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, ‘‘বাস দু’টি সোমবার থেকে চলবে, এটাই সিদ্ধান্ত ছিল।’’ কিন্তু রাজ্য পরিবহণ নিগম গত ২৩ নভেম্বর ভাড়া ও স্টপ সংক্রান্ত যে তালিকা প্রকাশ করেছিল, তা ২৬ নভেম্বর, শনিবার থেকে কার্যকর হওয়ার কথা লেখা রয়েছে। স্থানীয় বাসিন্দারা এ-ও দাবি করেছেন, শনিবার উদ্বোধনের পরে মাঝে রবিবার ছুটির দিন বাদ দিয়ে বাস দু’টি সোমবার থেকে চলবে, এমন কোনও ঘোষণাও কেউ শোনেননি। এ দিন বাস ধরতে আসা এক যাত্রী বাসুদেব মুখোপাধ্যায় বলেন, ‘‘শনিবার রাতে বেলুড় মঠ স্ট্যান্ডে গিয়ে দেখি, ভাড়ার নোটিস ঝোলানো। তাতে লেখা ছিল না, সোমবার থেকে বাস চলবে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

bus
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE