করোনা সংক্রমণে শীর্ষে। তার সঙ্গে ধীরে হলেও প্রাদুর্ভাব ছড়াতে শুরু করেছে ডেঙ্গি এবং ম্যালেরিয়া। রোগের ত্র্যহস্পর্শ প্রসঙ্গে কলকাতা পুরসভার স্বাস্থ্য আধিকারিকদের একাংশের বক্তব্য, কোভিড পরিস্থিতি একাধিক চ্যালেঞ্জের মুখে দাঁড় করিয়ে দিয়েছে কলকাতা পুরসভার স্বাস্থ্য পরিকাঠামোকে। সেই সমস্যাগুলির দ্রুত সমাধান না করতে পারলে ভবিষ্যতে উদ্বেগের যথেষ্ট কারণ রয়েছে বলে জানাচ্ছেন তাঁরা।
কলকাতা পুরসভা সূত্রের খবর, ২০১৯ সালের ২৮ জুন পর্যন্ত ভাইভ্যাক্স এবং ফ্যালসিপেরাম ম্যালেরিয়ায় আক্রান্তের সংখ্যা ছিল যথাক্রমে ১৩৮৭ এবং ৩৮। দু’ধরনের ম্যালেরিয়ায় আক্রান্ত হয়েছেন, এমন রোগীর সংখ্যা ছিল পাঁচ। এ বছর ওই সময়ের মধ্যে ভাইভ্যাক্স ম্যালেরিয়ায় আক্রান্ত হয়েছেন ৩১৬ জন। ফ্যালসিপেরাম ম্যালেরিয়ায় আক্রান্তের সংখ্যা ২৩। দু’ধরনের ম্যালেরিয়ার শিকার, এমন এক জন রোগীরই সন্ধান মিলেছে এখনও পর্যন্ত। গত বছরের ২৮ জুন পর্যন্ত কলকাতা পুর এলাকায় যেখানে ডেঙ্গিতে আক্রান্ত হয়েছিলেন ১৩২ জন, এ বার এখনও পর্যন্ত সেই সংখ্যা ৯৭।
গত বছরের তুলনায় ডেঙ্গি-ম্যালেরিয়ার এই পরিসংখ্যান আপাতদৃষ্টিতে স্বস্তিদায়ক হলেও নিশ্চিন্ত হতে পারছেন না পুর স্বাস্থ্য আধিকারিকেরা। তাঁদের বক্তব্য, কোভিড সংক্রমণ ঘিরে সমাজের বিভিন্ন স্তরে যে ছুতমার্গ রয়েছে, তার পরিপ্রেক্ষিতে সাধারণ মানুষের একটা বড় অংশের মধ্যে জ্বর লুকনোর প্রবণতা তৈরি হয়েছে। পাশাপাশি, করোনা খুব বেশি গুরুত্ব পাওয়ায় অন্য বছরের মতো এ বার ডেঙ্গি-ম্যালেরিয়া নিয়ন্ত্রণ কর্মসূচি গতি হারিয়েছে বলে অভিযোগ।