ট্যাংরার আবাসনে বহিরাগতদের তাণ্ডব। বুধবার রাতের এই ঘটনায় ছয় অভিযুক্তকে গ্রেফতার করেছে ট্যাংরা থানার পুলিশ। শুক্রবারই ধৃতদের আদালতে হাজির করানো হবে।
ঘটনার সূত্রপাত একটি ফুটবল প্রতিযোগিতাকে কেন্দ্র করে। ট্যাংরার ক্রিস্টোফার রোডে ওই আবাসনের গেট বন্ধ রেখে ফুটবল খেলার অভিযোগ ওঠে স্থানীয় কয়েক জন যুবকের বিরুদ্ধে। অভিযোগ, ওই আবাসনের আলোর মুখ ঘুরিয়ে খেলার মাঠের দিকে করে দেওয়া হয়। বুধবার রাত ৩টে নাগাদ খেলা শেষ হলে এই ঘটনার প্রতিবাদ করেন আবাসনের বাসিন্দারা।
অভিযোগ, হঠাৎই বহিরাগত কয়েক জন জোর করে আবাসনের ভিতরে ঢুকে পড়েন। গালিগালাজ করতে করতে তাঁরা আবাসনের বিভিন্ন দরজায় গিয়ে লাথি মারেন বলে অভিযোগ। বহিরাগতদের বিরুদ্ধে কলিং বেল বাজিয়ে দেওয়া, আবর্জনার পাত্র উল্টে দেওয়ারও অভিযোগ উঠেছে। এই ঘটনায় আতঙ্কিত আবাসনের বাসিন্দারা।
বৃহস্পতিবারই আবাসনের বাসিন্দারা নিজেদের মধ্যে একটি বৈঠক করে থানায় অভিযোগ জানানোর সিদ্ধান্ত নেন। সেইমতো ট্যাংরা থানায় অভিযোগ দায়ের হয়। ঘটনার প্রতিবাদে ক্রিস্টোফার রোডে মানববন্ধনও করেন আবাসনের বাসিন্দারা। অভিযোগ, সেখানেও কয়েক জন বহিরাগত তাঁদের উপর চড়াও হন। আহত হন আবাসনের দুই বাসিন্দা। তাণ্ডবের ঘটনায় আবাসনের বাসিন্দারা অভিযোগের আঙুল তুলেছেন পার্শ্ববর্তী বস্তির কয়েক জন যুবকের বিরুদ্ধে। যদিও স্থানীয় এক যুবকের পাল্টা দাবি, বিশ্বকর্মাপুজো উপলক্ষে আয়োজিত ফুটবল প্রতিযোগিতা ভন্ডুল করতে ওই আবাসন থেকে মাঠে আবর্জনা ফেলা হচ্ছিল।
এই ঘটনা প্রসঙ্গে কলকাতা পুলিশের ডিসি (পূর্ব শহরতলি) গৌরব লাল বলেন, “ট্যাংরা পুলিশ বিষয়টি দেখছে। আমরা সিসি ক্যামেরা ফুটেজ খতিয়ে দেখে বহিরাগতদের চিহ্নিত করার চেষ্টা করছি।”